মেহেন্দির রং গাঢ় হবে কী ভাবে? ছবি: সংগৃহীত।
অবাঙালি বিয়েতে মেহেন্দি পরার রীতি রয়েছে। তবে রীতি নয়, শখেও মেহেন্দি পরেন অনেকেই। বাঙালি কনে থেকে বিয়েতে উপস্থিত আত্মীয়-স্বজনদের মধ্যেও মেহেন্দি পরার চল হয়েছে। এ জন্যে বিয়েবাড়িতে পেশাদার মেহেন্দি শিল্পীর ডাকও পড়ছে। কিন্তু মনের মতো যে নকশা আঁকালেন, তার রং যদি গাঢ় না হয়, সব আয়োজনই তো বৃথা। বরং জেনে নিন, কোন কৌশলে মেহেন্দি হাতে ফুটবে আরও সুন্দর ভাবে।
১. মেহেন্দি পরে আধ ঘণ্টাতেই তুলে ফেলবেন না। কয়েক ঘণ্টা হাতে থাকলে রং ধরতে সুবিধা হবে। আর মেহেন্দি তোলার সময় জলের ব্যবহার, নৈব নৈব চ। বরং চামচ, ছুরি দিয়ে শুকিয়ে যাওয়া মেহেন্দি তুলে সর্ষের তেল বা ঘি মেখে নিন।
২. রং গাঢ় করতে হলে মেহেন্দি পরার পর তা শুকিয়ে এলে তুলোর সাহায্যে পাতিলেবু এবং চিনির রস তার উপর দিন। একটি পাতিলেবুর রস বার করে তাতে ১ চা-চামচ চিনি মিশিয়ে নিন। সেই মিশ্রণটি আধ ঘণ্টা অন্তর হাতে দিতে থাকুন। এ ভাবে হাতে কয়েক ঘণ্টা মেহেন্দি রাখলে রং গাঢ় হবে।
৩. চাটুতে কয়েকটি লবঙ্গ দিয়ে গরম করে দিন। তা থেকে যে ধোঁয়া বেরোবে তাতে মেহেন্দি পরার পর হাত সেঁকলে রং ভাল ফুটবে।
৪. মেহেন্দি খুব ভাল করে শুকিয়ে যাওয়ার পরে জলে চা পাতা ফুটিয়ে বা কফি তুলোর সাহায্য হাতে লাগাতে পারেন। চা এবং কফিতে থাকা ট্যানিন এবং অন্যান্য উপকরণ মেহেন্দির রং গাঢ় করতে সাহায্য করে।
৫. মেহেন্দি পরার পর হাত প্লাস্টিকে মুড়ে রাখতে পারেন। বা কাপড়ে হাত জড়িয়ে রাখতে পারেন। এতেও মেহেন্দির রং ভাল ফুটবে।