Cleaning Tips

হাত ফস্কে কাচের গ্লাস ভেঙে চুরমার, সহজে কী ভাবে পরিষ্কার করবেন?

আচমকা কাচের জিনিস ভেঙে চুরমার হয়ে গেলে তা পরিষ্কার করা বড় ঝক্কির। বড় টুকরো সরাতে অসুবিধা না হলেও, কাচের গুঁড়ো ছড়িয়ে যায়। অসাবধানে তাতে হাত বা পা পড়লে কেটে যেতে পারে। কোন উপায়ে তা পরিষ্কার করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ২০:৩৩
Share:

ঘরোয়া জিনিস দিয়ে সহজেই পরিষ্কার করে নিতে পারে কাচের গুঁড়ো। —প্রতীকী ছবি।

ঘরোয়া আড্ডায় আচমকা কাচের গ্লাস হাত ফস্কে চুরমার। চারদিকে লোকজন, আচমকা কাচ ছিটকে এদিক-ওদিক। সামান্য অসাবধান হলেই কাচ ফুটে ঘটে যেতে পারে বিপদ। এমন সময় কী ভাবে সহজে কাচ পরিষ্কার করবেন? এমন সময় কাজে আসতে পারে ঘরোয়া জিনিসই।

Advertisement

১. প্রথমেই চটি পরে নিন। না হলে ভাঙা কাচ সরাতে গিয়ে পা কেটে বিপত্তি ঘটতে সময় লাগবে না।

২. কাচের টুকরো পরিষ্কারের আগে গ্লাভস পরে নিলে হাত কাটার ঝুঁকি একটু কমতে পারে। গ্লাভসের উপর আঙুলে মোটা টেপ জড়িয়ে নিলে কাচ ফুটে রক্তারক্তি হওয়ার ভয় থাকবে না।

Advertisement

৩. প্রথমেই ব়ড় টুকরো হাত দিয়ে তুলে সরিয়ে ফেলুন।

৪. তার পর ঝাঁট দিয়ে ছোট টুকরোগুলি এক জায়গায় নিয়ে আসতে হবে। ঝাঁটা দিয়ে যতটা পারা যায়, গুঁড়োগুলি তুলে ফেলতে হবে। এর পরে কয়েটি ঘরোয়া উপায় অবলম্বন করতে হবে। একেবারে গুঁড়ো হয়ে যাওয়া কাচ সহজে উঠতে চায় না। আঙুলের ফাঁক গলে পড়ে যায়। এ ক্ষেত্রে কাজে আসতে পারে পাঁউরুটি। একটা পাঁউরুটির টুকরো ওই স্থানে বুলিয়ে নিলে গুঁড়ো কাচ তার গায়ে লেগে উঠে আসবে।

৫. ব্যবহার করতে পারেন আধখানা কেটে নেওয়া আলু। গুঁড়ো কাচের উপর আলু ঘষলে সেগুলি গায়ে লেগে উঠে আসবে।

৬. হাতের কাছে টিস্যু পেপার থাকলে, তা দিয়েও সহজে কাচের গুঁড়ো পরিষ্কার করে নিতে পারেন। টিস্যু পেপার অল্প ভিজিয়ে জায়গাটি মুছে নিলেও কাজ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement