পায়ের গন্ধ তাড়ানোর সহজ টোটকা। ছবি: সংগৃহীত।
বর্ষাকাল মানেই রাস্তাঘাট জলকাদায় মাখামাখি। রাস্তায় নেমে জলকাদা এড়িয়ে যাওয়ার কোনও উপায় নেই। তাই না চাইতেও কাদাজলে পা দিতে হয়। বর্ষায় প্রকৃতির রূপ যতই মনোরম হোক, জলকাদায় পা ফেলা ছাড়া উপায় নেই। বৃষ্টির বিরাম নেই আর বাড়ি বসে থাকা অসম্ভব— অগত্যা রোজের সঙ্গী হয় জলকাদা। একটানা জলকাদায় মাখামাখি হতে হতে পায়ে দুর্গন্ধ হয়। তা ছা়ড়া দীর্ঘ ক্ষণ ভিজে জুতো পরে থাকলেও দুর্গন্ধ টেকা দায় হয়। বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশে এই সমস্যা আরও বেশি হয়। তবে ঘরোয়া কিছু উপায় মেনেই পায়ের দুর্গন্ধ তাড়ানো যায়। রইল হদিস।
ফুট মাস্ক
পায়ের দুর্গন্ধ তাড়াতে ব্যবহার করতে পারেন ফুট মাস্ক। সারা বছর অনেকেই ফেস মাস্ক ব্যবহার করেন। তবে বর্ষায় মুখের পাশাপাশি পায়েরও যত্ন প্রয়োজন। নখের কোণ, আঙুলের ফাঁকে ময়লা জমে থাকে। সেখান থেকেই মূলত গন্ধ হয়। মাস্ক ব্যবহার করলে ময়লা চলে যায়। গন্ধও কাটে।
এক্সফোলিয়েশন
ত্বকের মতো পায়েরও চাই এক্সফোলিয়েশন। ত্বকের মরা চামড়া দূর করতে এক্সফোলিয়েট সবচেয়ে কার্যকরী পদ্ধতি। পায়ের ক্ষেত্রেও এটি করা যেতে পারে। ঈষদুষ্ণ জলে শ্যাম্পু মিশিয়ে কিছু ক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। তাতে ত্বকের মরা চামড়া চলে যাবে।
পাউডার
গরমে যে ট্যালকম পাউডার মুখে মাখেন, বর্ষায় সেটিই পায়ে মাখুন। তাতে পায়ে দুর্গন্ধ হওয়ার সুযোগ থাকবে না। বাড়ি ফিরে ভাল করে পা ধুয়ে খানিকটা পাউডার পায়ে মেখে নিন। তাতে পায়ের দুর্গন্ধ উবে যাবে।
জুতোয় টি ব্যাগ
বর্ষা বলে নয়, সারা বছরই অনেকের পায়ে দুর্গন্ধ হয়। বর্ষায় এই সমস্যা আরও বেড়ে যায়। তবে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে একটি টোটকা। জুতোর মধ্যে টি ব্যাগ রাখুন। তা হলে আর গন্ধ হবে না।