সঙ্কটের সময়ে বোঝা গিয়েছে, টেলি-মেডিসিনের পদ্ধতির সুবিধা। ছবি: সংগৃহীত
করোনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। বাড়ি থেকে কাজ বেড়েছে। যোগাযোগ রাখা, বন্ধুত্ব রক্ষার মতো সামাজিকতায় এসেছে বদল। তার মধ্যে এক অতি গুরুত্বপূর্ণ বন্দোবস্ত চালু হয়েছে। তা হল অনলাইন চিকিৎসা। ভিডিয়ো কলেই পরামর্শ নেওয়া যাচ্ছে চিকিৎসকের। এক শহরের রোগীকে দেখছেন আর এক শহরের ডাক্তার। সেই পরামর্শ পেয়ে দিব্যি সেরেও উঠছেন রোগী।
এই ব্যবস্থা নিয়ে সংশয় যে কারও মনে নেই, এমন নয়। কেউ ভাবছেন চিকিৎসককে সবটা বুঝিয়ে বলতে পারবেন না। কেউ বা চিকিৎসার পদ্ধতি নিয়েও সন্দেহ প্রকাশ করছেন। তবে সঙ্কটের সময়ে বোঝা গিয়েছে, টেলি-মেডিসিনের পদ্ধতির সুবিধা। কী কী?
১) সংক্রামক রোগ ছড়ানোর সময়ে কম মানুষের সংস্পর্শে আসতে হচ্ছে
২) সময় নষ্ট কম হচ্ছে। ডাক্তারখানায় বসে চিকিৎসকের অপেক্ষা নেই
৩) যে কোনও জায়গায় বসে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মিলছে
ফলে ভিডিয়ো কলে একটু অভ্যস্ত হয়ে গেলেই অনেক সহজ মনে হবে এই চিকিৎসা ব্যবস্থা।