Adoption

Adoption: সন্তান দত্তক নিতে চান, তিন বছর ধরে অপেক্ষারত ১৬০০০ আবেদনকারী! এ সময় লাগছে কেন

সন্তান দত্তক নেওয়া এক দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। নানা ধাপ পেরিয়ে তবে অভিভাবকত্বের স্বাদ পাওয়া যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৭:৪২
Share:

আবেদন করার পর বহু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। ছবি: সংগৃহীত

সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে দত্তক নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তবে দত্তক নিতে চাই বললেই যে নেওয়া যায়, এমন নয়। এটি একটি দীর্ঘ মেয়াদী প্রক্রিয়া। আবেদন করার পর বহু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। সেগুলি বিচার করার পর তবেই খাতা-কলমে বাবা-মা হওয়া যায়।

Advertisement

সরকারি তথ্য বলছে, দত্তক নিতে চাওয়া আবেদনকারীর সংখ্যা এখন প্রায় ১৬,০০০। তিন বছর ধরে অপেক্ষা করছেন অনেকে। কিন্তু দত্তকযোগ্য শিশুর অভাবই অপেক্ষার মূল কারণ।

‘সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি’-র তথ্য অনুসারে ২৮,৫০১ জন দম্পতির ‘হোম স্টাডি’ রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে ১৬,১৫৫ জন সম্ভাব্য অভিভাবকের ‘হোম স্টাডি’ করা হয়েছিল প্রায় তিন বছর আগে। এখনও পর্যন্ত দত্তকযোগ্য শিশুর সংখ্যা ৩৫৯৬। তবে এর মধ্যে ১৩৮০ জন শিশুকে দত্তক নেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি। দত্তক নেওয়ার জন্য অপেক্ষার সর্বোচ্চ সময়কাল ২-২.৫ বছর।

Advertisement

দেশে দত্তক নেওয়ার প্রক্রিয়াটি সহজ করার দাবি ইতিমধ্যেই উঠেছে। আগে দত্তক নেওয়ার প্রক্রিয়া আদালতের আওতাধীন ছিল। কিন্তু ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’ সংশোধন করে দত্তকের প্রক্রিয়াটি জেলা প্রশাসনের আওতায় আনা হয়েছে। শিশুকে কোনও পরিবারের হাতে তুলে দেওয়ার আগে কঠোর ভাবে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক ভাবে কতটা স্বচ্ছল সেই পরিবার, সে দিকেও জোর দিতে বলা হয়েছে। যাঁরা দত্তক নিচ্ছেন, তাঁদের শংসাপত্রগুলি বৈধ কি না, তা-ও খুঁটিয়ে দেখার কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement