গরমে ঘর সাজাবেন কী ভাবে? ছবি: সংগৃহীত
প্রত্যেক মরসুমে যেমন নিজের সাজ বদলান, তেমনই প্রয়োজন নিজের ঘরের সাজ-বদলেরও। তাপমাত্রা চড়ছে নিত্যদিন। কী ভাবে ঘর সাজালে বাড়ির ভিতরের পরিবেশ আরামদায়ক হয়ে উঠবে জেনে নিন।
হালকা রঙের ছোঁয়া
প্রত্যেক মরসুমে বাড়ির রং বদলানো সম্ভব নয়। কিন্তু পরিবেশে বদল আসবে টুকটাক রং বদলেই। বিছানার চাদর, পর্দা, কুশন কভার, টেবিল কভার বদলে একটু হালকা রঙের কাপড় পাতুন। সাদা, বেজ বা হালকা সবুজ বা নীলের মতো রং ভাল মানাবে। তবে হালকা রঙের পর্দার পাশাপাশি একটা ভারী পরদাও রাখতে হবে। দুপুরের চড়া রোদ আটকানোর জন্য এটা অত্যন্ত জরুরি।
ঘর ঠান্ডা রাখতে
মাদুরের পর্দা, শীতলপাটি, টেরাকোটার শো-পিস রাখুন ঘরে। এগুলি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ভারী কার্পেট বা ডোরি এই সময় তুলে রাখাই ভাল।
সবুজের ছোঁয়া
ঘরের কোণে গাছ রাখতে পারেন। গ্রীষ্মে সবুজের ছোঁয়া চোখে আরাম দেয়। ঘরের ভিতরে রাখা যায় এমন অনেক গাছ এখন নেটমাধ্যমেও সহজলভ্য। মাঝে মাঝে ফুল দিয়েও সাজাতে পারেন ঘর।
সুগন্ধির টানে
হালকা সুগন্ধি দেওয়া পপ্যুরি রাখতে পারেন ঘরের টেবিলে। সন্ধের পর সুগন্ধি মোম বা সুগন্ধি তেল দেওয়া ডিফিউজার ব্যবহার করলে এমন গন্ধ বেছে নিন, যেগুলো গ্রীষ্মকালের জন্য উপযুক্ত।