Better Kitchen

Cleaning Tips: রান্নাঘরের কোন জায়গাগুলো সবচেয়ে বেশি নোংরা হয়? পরিষ্কার করবেন কী ভাবে

খুব তাড়াতাড়িই রান্নাঘরের বেশ কয়েকটা জায়গা নোংরা হয়ে যায়। তবে এগুলো সহজে পরিষ্কার করে ফেলার সহজ উপায়ও রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৪:০০
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার আগে পরিষ্কার রাখা উচিত রান্নাঘর। কিন্তু তেল-মশলা রান্না হওয়ায় সেখানেই সবচেয়ে বেশি ময়লা জমে। তাই রান্নাঘর পরিষ্কার রাখার দিকে ভাল ভাবে নজর দেওয়া দরকার। রান্নাঘরে সবচেয়ে নোংরা হয় এগজস্ট ফ্যান, সিঙ্ক এবং গ্যাস রাখার উপরের টাইলসগুলো। জেনে নিন কী ভাবে পরিষ্কার করবেন এগুলো। তবে পরিষ্কার করার আগে হাতে পরে নিন গ্লাভস।

Advertisement

এগজস্ট ফ্যান

প্রথমে বৈদ্যুতিন সংযোগ বন্ধ রয়েছে কি না দেখে নিন। তারপর এগজস্ট ফ্যান খুলে ব্লেডগুলো তার থেকে আলাদা করে নিন। এগজস্ট ফ্যানে জাল লাগানো থাকলে সেটাকে আগে খুলে নিতে হবে। ফুটন্ত গরম জলে ১/২ কাপ অ্যামোনিয়া দিয়ে সেই মিশ্রণে জালটা রেখে দিন। ঘণ্টাখানেক পর হালকা করে ঘষে ধুয়ে নিন। এরপর এগজস্টের ব্লেডের জন্য একটি পাত্রে ১/৪ কাপ অ্যামোনিয়া ও ২ টেবলচামচ খাওয়ার সোডা ও গরম জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। আধঘণ্টা ডুবিয়ে রেখে তারপর নরম কাপড় দিয়ে ঘষে ময়লাটা মুছে নিন।

Advertisement

সিঙ্ক

ভাল করে সিঙ্ক জল দিয়ে পরিষ্কার করে নিন। তারপর সিঙ্কে অনেকটা খাবার সোডা ছড়িয়ে দিন। একটি পলিথিন জাতীয় কিছু দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখুন। কিছুক্ষণ পরে একটি কাপড় বা স্পঞ্জে বাসন মাজার তরল সাবান নিয়ে মাখিয়ে রাখুন। তারপর বৃত্তাকার পদ্ধতিতে ঘষে ঘষে সিঙ্কটি পরিষ্কার করুন। পরিষ্কার হয়ে গেলে কল খুলে ভাল করে ধুয়ে নিন।

গ্যাসের উপরের টাইলস

একটি পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে খানিকটা তরল সাবান ঢেলে দিন। এবার পরিষ্কার কাপড় ডুবিয়ে টাইলস মুছতে থাকুন। ভাল করে ঘষুন যাতে টাইলসে লাগা তেল মশলা একেবারে উঠে যায়। ভাল ভাবে পরিষ্কার হয়ে গেলে শুকনো তোয়ালে দিয়ে পরিষ্কার করে নিন, টাইলস চকচকে হয়ে উঠবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement