প্রতীকী ছবি।
নিয়মিত যত্ন না নিলেই চুল রুক্ষ হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। বিশেষ করে যাঁরা রোজ বাইরে কাজ করতে বেরন, তাঁদের এই সমস্যা বেশি হয়। ধুলো, রোদ, ঘামে চুল দ্রুত নষ্ট হতে থাকে। কিন্তু উৎসবের মরসুমে সাজগোজ কি জমে যদি চুলই ভাল না দেখায়?
ঘরেই তৈরি করে নিন একটি সাধারণ প্যাক। এটি চুলে লাগিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেললে সঙ্গে সঙ্গেই ফল মিলবে। সপ্তাহে তিন বার করে এক মাস লাগানো গেলে তো কথাই নেই। চুল একেবারে আগের মতো কোমল হয়ে যাবে।
কী ভাবে বানাবেন প্যাক?
উপকরণ:
কাঁচা ডিম: ২টি
মধু: ২ চা চামচ
লেবুর রস: ১টি
নারকেল তেল: ৩ চা চামচ
প্রতীকী ছবি।
পদ্ধতি:
প্রথমে ডিম ফাটিয়ে হলুদ অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশটি একটি পাত্রে ঢেলে দিন। তার মধ্যে মিশিয়ে নিন মধু, লেবু, নারকেল তেল।
প্যাকটি ভাল ভাবে চুলে লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। তার পর শ্যাম্পু করে নিন। দিন কয়েকেই পুরনো নরম ভাব ফিরে পাবে চুল।