Twinkle Khanna

Twinkle Khanna: বইয়ের তাক কী ভাবে গুছিয়ে রাখবেন? টোটকা দিলেন টুইঙ্কেল খন্না

অনেকেই পড়ার পরে আর গুছিয়ে রাখেন না বই। ফলে অগোছালো থেকে যায় আলমারি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ১৯:৫৯
Share:

কী ভাবে গোছাবেন বইয়ের তাক ছবি: সংগৃহীত

বইপ্রেমীদের জন্য সুসজ্জিত বইয়ের আলমারির থেকে মনোরম দৃশ্য খুব কমই রয়েছে। কিন্তু বই পড়া আর বই গুছিয়ে রাখা এক নয়। অনেকেই পড়ার পরে আর গুছিয়ে রাখেন না বই। ফলে অগোছাল থেকে যায় বইয়ের তাক। অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খন্না নিজের বইয়ের তাক গোছানোর ফাঁকে বাতলে দিলেন বই গুছিয়ে রাখার কিছু সহজ উপায়। ইনস্টাগ্রামে নিজের ভক্তদের দিলেন বইয়ের তাক গুছিয়ে রাখার টোটকা।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

কী কী টোটকা দিলেন টুইঙ্কেল?

১। একটানা অনেক বই না রেখে বইয়ের মাঝে ছোট ছোট ঘর সাজানোর জিনিস রাখতে পারেন। এতে বইয়ের তাক ঘিঞ্জি লাগবে না।
২। তাকের একেবারে শেষ প্রান্তে রাখতে পারেন ঘর সাজানোর মোমবাতি।
৩। বই গোছানোর সময়ে, এই রঙের একাধিক বই বা একই মাপের বই পাশাপাশি রাখুন।
৪। শুধু সোজা করে দাঁড় করিয়ে না রেখে কিছু কিছু বই আড়াআড়ি ভাবে শুইয়ে রাখুন।
৫। আড়াআড়ি একটির উপর একটি বই রাখলে তার উপরেও ছোট ঘর সাজানোর জিনিস রাখা যেতে পারে।
৬। যদি তাকে অতিরিক্ত জায়গা থাকে, তবে ছোট্ট টবে সবুজ চারাগাছ রাখতে পারেন।

৭। বইয়ের তাকের মাঝে রাখতে পারেন চিনামাটির পাত্র কিংবা বেতের কাজ করা ঘর সাজানোর জিনিস।
৮। খেয়াল রাখুন, সাজানো বই ও সামগ্রীর মধ্যে যেন স্তরবিন্যাসের তারতম্য বোঝা যায়।
৯। বইয়ের আলমারি বা তাকের পাশেই থাকুক ছোট-বড় পেন্টিং।
১০। সব কিছু সাজানো হয়ে গেলেও যত ক্ষণ নিজের মনের মতো হচ্ছে না, তত ক্ষণ সাজাতে থাকুন নিজের বইয়ের তাক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement