বালতির গায়ে ধরে যাওয়া জলের দাগ তুলবেন কী করে? ছবি: সংগৃহীত।
‘হার্ড ওয়াটার’ অর্থাৎ খরজলে স্নান করলে ত্বক, চুলের ক্ষতি হতে পারে। সাদা পোশাকের ঔজ্জ্বল্যও কমে যেতে পারে। কারণ, এই ধরনের জলে খনিজ এবং নুনের মাত্রা বেশি থাকে। কিন্তু স্নানঘরে রাখা প্লাস্টিকের বালতি, গামলা, মগের গায়ে যে জলের সাদা দাগ ধরে, তার কারণ কী?
স্নান করার পর প্রতি বারই বেশ কিছুটা জল বালতির মধ্যে থেকে যায়। আবার, সকালে কাচাকুচি করার জন্য রাতভর গামলায় পোশাক ভিজিয়ে রাখেন অনেকে। দীর্ঘ দিন ধরে এমন ভাবে জল রাখার ফলে প্লাস্টিকের বালতি, গামলার গায়ে জলের সাদা দাগ ধরতে পারে। রুটিনমাফিক প্রতি সপ্তাহে স্নানঘর পরিষ্কার করলেও বালতি, গামলার কথা অনেক সময়েই মনেও থাকে না। তা ছাড়া কাচের জিনিস পরিষ্কার যত সহজ, প্লাস্টিকের জিনিস পরিষ্কার করা তেমন সোজা নয়। দেখতে খারাপ লাগছে বলে নতুন কেনা বালতি, গামলা ফেলে দেওয়াও তো কাজের কথা নয়। তার চেয়ে বরং জলের দাগ দূর করার সহজ পদ্ধতি শিখে নিন।
প্লাস্টিকের বালতি, গামলা থেকে জলের দাগ দূর করার জন্য কী করতে হবে?
· প্রথমে একটি পাত্রে দু’কাপ ভিনিগার নিন।
· তার মধ্যে ৩ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিন।
· ভাল করে মিশে গেলে তার মধ্যে কয়েক ফোঁটা বাসন মাজার তরল সাবান দিয়ে দিন।
· এ বার দাগ ধরা প্লাস্টিকের বালতি, গামলা ভিতরে ওই মিশ্রণ ভাল করে মাখিয়ে রাখুন।
· মিনিট পনেরো বা আধ ঘণ্টা পরে স্পঞ্জের সাহায্যে ভাল করে ঘষে নিন।
· সবশেষে পরিষ্কার জল দিয়ে বালতি, গামলা ধুয়ে ফেলুন। ব্যস, নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে সেগুলি।