Home Decor Tips

ওয়ালপেপার দিয়েই ঘরের ভোলবদল করবেন? ৫টি বিষয় মাথায় না রাখলেই পরে মুশকিলে পরবেন

রঙের বিকল্প হিসাবে বাজারে রয়েছে একটি চমৎকার সমাধান— আঠা লাগানো ওয়ালপেপার। অনলাইনে সহজলভ্য, স্টিকারের মতো পিছনের কাগজ খুললেই আঠা লাগানো ওয়ালপেপার মুহূর্তে তৈরি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ১৮:১০
Share:

ওয়ালপেপার কিনুন বুঝেশুনে। ছবি: শাটারস্টক।

ইনস্টাগ্রাম খুললে মনে হয়, সকলেই বাড়িই যেন সুন্দর করে সাজানো। ঝকঝকে সুন্দর দেখতে। আপনারও ইচ্ছে করে তেমন ভাবে ঘর সাজাতে। অথচ বাজেট তেমন নেই। প্রচুর খরচ করে এখনই যে গোটা বাড়ি রং করিয়ে ফেলতে পারবেন বা সুন্দর সুন্দর আসবাব কিনে ফেলতে পারবেন, তার উপায় নেই। তা হলে কী করে দৃষ্টিনন্দন ভাবে সাজাবেন নিজের ঘর? রঙের বিকল্প হিসাবে বাজারে রয়েছে একটি চমৎকার সমাধান— আঠা লাগানো ওয়ালপেপার। অনলাইনে সহজলভ্য, স্টিকারের মতো পিছনের কাগজ খুললেই আঠা লাগানো ওয়ালপেপার মুহূর্তে তৈরি। দেওয়ালে সহজে লাগানো যায়, আবার অনায়াসে খুলেও ফেলা যায় দেওয়ালের কোনও রকম ক্ষতি না করেই। তবে এগুলি কেনার আগে কিছু বিষয়ে মাথায় রাখা আবশ্যিক। না হলে মাঝেমাঝে বেশি ঝামেলায় প়ড়তে হয়।

Advertisement

১) ওয়ালপেপার যতটা সহজ লাগানো মনে হবে, ততটা আদপে নয়। অনেক ক্ষেত্রে সাধারণ ওয়ালপেপার পেশাদারদের দিয়ে লাগিয়ে নেওয়া অনেক বেশি সহজ। এক বার আঠা খুলে লাগানো শুরু করলে ভুল ভ্রান্তি হলে একটু মুশকিল। বিশেষ করে হাওয়া ঢুকে বুদবুদের মতো যদি উঠে থাকে সেটাও খুব একটা ভাল দেখায় না।

২) ওয়ালপেপার অনলাইনে রোল হিসাবে কিনতে পাওয়া যায়। কিন্তু সাধারণ ওয়ালপেপারের চেয়ে এগুলির রোলে অনেকটাই কম থাকে। তাই রোল হিসাবে নয়, স্কোয়্যার ফুট হিসাবে কিনুন। দামের তফাতও সে ভাবেই করবেন।

Advertisement

৩) এমন নকশা না কেনাই ভাল যেগুলি একটার পর একটা লাগালে মেলাতে অসুবিধা হবে। তাই নকশা যতই সুন্দর লাগুক, ছিমছাম নকশাই কেনা ভাল।

৪) বাড়তি ওয়ালপেপার থাকলে ভুলেও ফেলে দেবেন না। কোনও অংশ ভবিষ্যতে কোনও কারণে নোংরা হয়ে গেলে আপনি সেই জায়গায় ব্যবহার করে নিতে পারবেন।

৫) লাগানোর আগে দেওয়াল অবশ্যই ভাল করে পরিষ্কার করে নিতে হবে। ধুলোবালি থাকলে আঠা লাগতে অসুবিধা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement