Balcony Decor

পুজোয় বারান্দারও চাই নতুন সাজ, উৎসবের আবহে কী ভাবে ভোল বদলে ফেলবেন?

পুজোর আগে বারান্দার সাজে কী ভাবে আনবেন সৃজনশীলতার ছাপ? কেমন করে সাজালে বারান্দায় আসবে উৎসবের ছোঁয়া?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৩
Share:

পুজোয় সাজুক বারান্দা। ছবি: সংগৃহীত।

গোটা বাড়ির মধ্যে অনেকেরই সবচেয়ে পছন্দের জায়গা বারান্দা। মনখারাপ হোক কিংবা খুশিতে উচ্ছ্বল— যে কোনও অনুভূতিতে একলা যাপনের জন্য বারান্দা হল আদর্শ জায়গা। আবার সন্ধেয় বাড়ির সকলের সঙ্গে চায়ের আসর বসে সেখানেই। পুজোর আগে বাড়ির ভোলবদলের সময় বারান্দারও চাই নতুন সাজ। পুজোর আগে বারান্দার সাজে কী ভাবে আনবেন সৃজনশীলতার ছাপ? কেমন করে সাজালে বারান্দার সাজে আসবে উৎসবের ছোঁয়া?

Advertisement

পুরনো জিনিসে নতুন সাজ

বিছানার রং চটে যাওয়া কিছু চাদর ফেলে দেবেন বলে আলাদা করে রেখেছেন? সেগুলি ফেলে না দিয়ে বারান্দার এক কোণে বিছিয়ে নিন। পুরনো টেবিল ক্লথ থাকলেও সেগুলি কাজে লাগাতে পারেন। সেখানে কয়েকটি রঙিন কুশন রাখতে পারেন। দেখতেও ভাল লাগবে। বারান্দার সাজও হবে রঙিন।

Advertisement

আলোর মেলা

বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন রঙিন আলো। বারান্দার রেলিংয়ে টুনি লাইট ঝোলাতে পারেন। উৎসবের আবহে এখানেই বন্ধুদের আড্ডার আসর বসতে পারে। আবার নৈশভোজের পরিকল্পনা থাকলেও এখানেই সেরে নেওয়া যাবে। কৃত্রিম মোমবাতিও ব্যবহার করতে পারেন।

দেওয়ালের সাজ

উৎসবের আমেজে বারান্দার দেওয়াল ভরে উঠতে পারে নানা রঙিন জিনিসপত্রে। ছবি টাঙাতে পারেন। কিংবা লতানো গাছ রাখলেও মন্দ হবে না। আবার দেওয়াল জুড়ে ঝোপের মতো হয়ে থাকবে— এমন গাছও রাখতে পারেন। উৎসবের আবহে দেওয়াল জুড়ে বেশ একটা বাগানের আমেজ তৈরি হয়ে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement