Cleaning Tips

৩ টোটকা: শৌচাগারের টাইলস চকচকে করে তুলতে খুব বেশি পরিশ্রমের দরকার হবে না

অনেকে শৌচাগার পরিষ্কার করার নাম শুনলেই ভয় পেয়ে যান। খুব সহজেই কী ভাবে বাথরুমের টাইলস পরিষ্কার করে নিতে পারবেন, রইল তার হদিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৯:০২
Share:

বাথরুমের টাইলস ঝকঝকে করার সহজ টোটকা জানা আছে? ছবি: শাটারস্টক।

অপরিষ্কার বাথরুমে ঢুকতেই অনেকের বিরক্ত লাগে। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শৌচাগার দু’দিন অন্তরই নোংরা হয়ে যায়। তার উপর জলে আয়রন থাকলে তো কথাই নেই, মেজে ও টাইলসে হলদে ছোপ পড়তে খুব বেশি দিন সময় লাগে না। মাঝেমাঝে সামান্য সময় খরচ করে শৌচালয় পরিষ্কার করে নিলেই আর খুব বেশি সমস্যা হয় না। তবে অনেকে বাথরুম পরিষ্কার করার নাম শুনলেই ভয় পেয়ে যান। খুব সহজেই কী ভাবে শৌচালয়ের টাইলস পরিষ্কার করে নিতে পারবেন, রইল তার হদিস।

Advertisement

ভিনিগার: টাইলস পরিষ্কার করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে। ভিনিগার দিয়ে ঘরেই বানিয়ে ফেলতে পারেন ক্লিনার। জল ও ভিনিগার সমপরিমাণে মিশিয়ে নিন। স্প্রে বোতল মিশ্রণটি ভরে টাইলসের উপরে স্প্রে করে নিন। আধ ঘণ্টার পর ভাল করে ঘষে পরিষ্কার করে নিন।

টাইলস পরিষ্কার করতে ভিনিগার ব্যবহার করা যেতে পারে।

বেকিং সোডা: বেকিং সোডা আর হাইড্রোজ়েন পারঅকেসাইড সমপরিমাণে নিয়ে জলের মধ্যে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে নিন। মিশ্রণটি টাইলসের উপরে স্প্রে করে নিন। আধ ঘণ্টার পর ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। হাতে একটা গ্লাভস পরে বেশ খানিকটা কাগজে বেকিং সোডা মাখিয়ে টাইলসের উপর ঘষলেও ঝকঝকে হয়ে যায়।

Advertisement

ব্লিচ: গরম জলে ব্লিচিং পাউডার মিশিয়ে সেই মিশ্রণ দিয়েও বাথরুমের টাইলস পরিষ্কার করতে পারেন। বেকিং সোডা দিয়ে ভাল করে টাইলসে মাখিয়ে রাখুন। এ বার ব্লিচিং পাউডারের মিশ্রণ স্প্রে করে ভাল করে ঘষে নিন। মিনিট ১৫-এ ঝাঁ চকচকে হয়ে যাবে বাথরুমের টাইলস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement