Mattress Buying Tips

নতুন খাটের জন্য গদি কিনবেন, কী কী দেখে না নিলে সমস্যায় পড়তে পারেন?

নতুন খাটের জন্য গদি কিনবেন, কী কী দেখে না নিলে সমস্যায় পড়তে পারেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৮:৪৬
Share:

গদি কেনার আগে বেশ কিছু জিনিস দেখে নেওয়া দরকার। ছবি: ফ্রিপিক।

শৌখিন খাট বানিয়েছেন। সঙ্গে রয়েছে মানানসই আসবাবপত্র। এ বার খাটের জন্য গদি কেনার পালা। কিন্তু, কোনটি কিনবেন? যেটি দেখতে ভাল লাগবে?

Advertisement

গদি কেনার সময় তার রং, দাম, কতটা পুরু সে সব তো দেখছেন, কিন্তু তাতে কয়েকটি দিন শোয়ার পর তা আরামপ্রদ থাকবে কি না, ভেবেছেন? দিনভর কাজের পর যে বিছানায় শরীর এলিয়ে দেন, সেটি কিন্তু শরীরের জন্যেও গুরুত্বপূর্ণ। দেহের ভার, মেরুদণ্ড স্বাভাবিক রাখতে গদি বা ম্যাট্রেসের মান ভাল হওয়া প্রয়োজন। এ ছাড়া, ম্যাট্রেসের উপরের কুশনিং ব্যবস্থা দেহের স্পর্শকাতর অংশ বা অস্থিসন্ধির উপর অতিরিক্ত চাপ ফেলতে দেয় না। ফলে গদি কেনার আগে শুধু দাম বা রং নয়, অনেক কিছুই দেখা দরকার।

শরীরের চাপ নিতে সক্ষম?

Advertisement

শোয়ার সময় শরীরের চাপ গদি কতটা নিতে পারছে, তা দেখা দরকার। ভীষণ নরম গদি হলেই যে তা শরীরের পক্ষে ভাল, এমনটা না-ও হতে পারে। ফোমের কাটিং, গদির স্তর কতটা বিজ্ঞানসম্মত ভাবে তৈরি, তা জানা দরকার। গদি কেনার সময় তার বৈশিষ্ট্য সম্পর্কে ভাল করে জেনে নিন।

তাপমাত্রা: গদি কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণেও সক্ষম। শোয়ার পর শরীরের তাপমাত্রাতেও গদি গরম হয়ে ওঠে। তবে কোন গদি কত তাড়াতাড়ি গরম বা ঠান্ডা হবে, তা নির্ভর করে তার গুণগত মানের উপর। ইদানীং এমন গদিও পাওয়া যায়, গরমের মরসুমে যা চট করে গরম হয়ে ওঠে না। এই ধরনের গদি গরমের এলাকার পক্ষে আদর্শ।

উপকরণ: গদিতে ফোম বা যে উপকরণ ব্যবহার হচ্ছে তার গুণমান কেমন, দেখে নেওয়া দরকার। ফোম এবং যে কাপড় বাইরে থেকে দেওয়া হচ্ছে তা শরীরের পক্ষে কতটা ভাল, আরামদায়ক তো? শুধু ফোম নয়, স্প্রিং ম্যাট্রেস, ছোবড়়ার গদি, তুলো, ফোম মেশানো— নানা ধরনের গদি পাওয়া যায়। শরীরের ব্যথাজনিত কোনও সমস্যা আছে কি না, কোনটি শরীরের জন্য ভাল, তা বুঝে কিনতে পারেন। কোমরে, পিঠে ব্যথা থাকলে ‘অর্থপেডিক ম্যাট্রেস’ কেনার কথাও ভাবতে পারেন। ‘অর্থপেডিক ম্যাট্রেস’ এমন ভাবে তৈরি করা হয়, যাতে মেরুদণ্ড-সহ শরীরের বিভিন্ন অস্থিসন্ধি আলাদা করে আরাম পায়।

আকার এবং আয়তন: খাটের সঙ্গে তা মিলছে কি না, খাট থেকে অতিরিক্ত উঁচু হয়ে যাচ্ছে কি না, সেটা বুঝে নেওয়াও জরুরি। গদি মাপমতো না হলে দেখতে যেমন ভাল লাগবে না, তেমনই শোয়ার ক্ষেত্রে তা আরামদায়ক বা সুবিধাজনকও হবে না।

পরীক্ষা করে নেওয়া: গদি কেনার সময় দেখে নিন, তা ফেরতের ব্যবস্থা আছে কি না। বাড়িতে আনার পর তাতে এক রাত শুয়ে যদি সমস্যা হয়, তা হলে কিন্তু তা ফেরত দিতে হবে। তা ছাড়া গদিটি কতটা আরামদায়ক, তা পরখ না করে বোঝা সম্ভব নয়। যে সমস্ত সংস্থা এই ধরনের সুবিধা দেয়, সেখান থেকে গদি কেনার কথা ভাবতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement