Staircase Wall Ideas

ছোটখাটো জিনিস দিয়েও সাজিয়ে তুলতে পারেন সিঁড়ি সংলগ্ন দেওয়ালটি

সিঁড়ি পাশেই চওড়া দেওয়াল। ছোটখাটো নানা উপকরণ দিয়ে তা কিন্তু সাজিয়ে তোলা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:৪৬
Share:

সেজে উঠুক সিঁড়ি সংলগ্ন দেওয়াল। ছবি: সংগৃহীত।

সিঁড়ি শুধু দু’টি তলার মধ্যে সেতুবন্ধের কাজ করে না, বাড়ির অন্দরসজ্জার গুরুত্বপূর্ণ অঙ্গও হয়ে উঠেছে এটি। শুধু সিঁড়ি নয়, সংলগ্ন দেওয়ালটিও যদি আকর্ষক করে তোলা যায়, স্বপ্নের বাড়ি হয়ে উঠবে আর সুন্দর। কিন্তু কী ভাবে সাজাবেন সেই দেওয়ালটি?

Advertisement

আঁকা

দেওয়ালকে ক্যানভাস করেই কিন্তু ছবি ফুটিয়ে তোলা যায়। এ জন্য পেশাদার শিল্পীও রয়েছেন। গাছের ডাল, ডালে বসা পাখি, কিংবা সুবিশাল গাছও আঁকিয়ে নিতে পারেন সিঁড়ির দেওয়ালে। বিশাল গাছ এঁকে তার মধ্যে বিভিন্ন জায়গায় ফোটোফ্রেম বসিয়ে যদি পছন্দের ছবি আটকে দেন, অন্দরসজ্জা অন্য মাত্রা পাবে।

Advertisement

ওয়াল আর্ট

দেওয়াল জুড়ে পছন্দের কোনও ওয়াল আর্টও লাগিয়ে নিতে পারেন। তবে সেই ওয়ালপেপারটি অন্দরসজ্জার সঙ্গে মানানসই হওয়া জরুরি।

ওয়াল আর্ট এবং ছবি দিয়েও সাজিয়ে তোলা যায় দেওয়াল। ছবি: সংগৃহীত।

পুরনো জিনিস

বহু পরিবারেই অনেক পুরনো জিনিস থাকে। আয়না, ঘড়ি, তৈলচিত্র, বহু পুরনো ছবি। তেমন কোনও জিনিস সংগ্রহে থাকলে দেওয়াল সজ্জায় তা ব্যবহার করতে পারেন।

রঙিন ফোটোফ্রেম

ফোটোফ্রেমে সাজিয়ে তুলতে পারেন দেওয়াল। ছবি: সংগৃহীত।

সিঁড়ি সংলগ্ন দেওয়ালের রংটি হালকা হলে রঙিন ফোটোফ্রেমে দেওয়াল সাজাতে পারেন। আবার একরঙা ফ্রেমও বেছে নিতে পারেন। ফোটোফ্রেম রাখতে পারেন কোলাজের ধাঁচে। একটি বড় ফ্রেমে ভাল কোনও ছবি রেখে আশপাশে ছোট, মাঝারি মাপের বিভিন্ন ফ্রেম রাখুন। সেই ফ্রেমে বন্দি করতে পারেন, পারিবারিক বিভিন্ন মুহূর্তের ছবি।

ছবির গ্যালারি

দেওয়ালটি চওড়া হলে হাতে আঁকা ছবি দিয়েও তা সাজাতে পারেন। জলরং, পোট্রেট পছন্দের যে কোনও ছবি বেছে নিতে পারেন। সেই ছবির উপরে স্পটলাইটের ব্যবহার ঘরে অন্য মাত্রা যোগ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement