Home Decoration Tips

আত্মীয়রা আসবেন? চটজলদি ঘর গুছিয়ে ফেলুন, অন্দরসজ্জায় কী কী বদল আনলে সকলে মুগ্ধ হবেন?

আত্মীয়দের মধ্যে যদি বয়স্ক মানুষেরা থাকেন, তা হলে তাঁরা ঘরের সাজসজ্জার খুঁটিনাটি খেয়াল করবেনই। কোনও অভিযোগ আসার আগেই, ঘর সুন্দর করে গুছিয়ে ফেলুন। রইল কিছু টিপ্‌স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৬:২৯
Share:

কেমন ভাবে ঘর সাজালে আত্মীয়-পরিজনেরা মুগ্ধ হবেন? ছবি: ফ্রিপিক।

রবিবার হোক কী অন্য ছুটির দিন, বাঙালির গৃহকোণে সারা বছরই অতিথির আসা যাওয়া। আর হঠাৎ করে বন্ধুবান্ধব চলে আসাটা প্রায়ই ঘটে যায়। সমস্যা হয় যখন আত্মীয়-পরিজনেরা আসবেন বলে খবর পাঠান। বিশেষ করে প্রবীণ মানুষেরা থাকলে, তাঁরা ঘরের খুঁটিনাটির দিকেই খেয়াল করেন। তেমন খবর যদি আচমকা পেয়ে যান এবং ঘরদোর অগোছালো থাকে, তা হলে কম সময়ে ও পরিশ্রমে কী ভাবে ঘর পরিপাটি করে গুছিয়ে নেবেন, তা জেনে নিন।

Advertisement

বসার ঘরে ভোলবদল

হাতে সময় কম। তাই বসার ঘর দিয়েই শুরু করুন। অতিথিরা এলে আগে সেখানেই বসবেন। পুরনো খবরের কাগজ, কাজে না লাগা টুকরোটাকরা জিনিস, খুদের বাতিল বই-খাতা যদি বসার ঘরে এলোমেলো ভাবে ছড়িয়ে থাকে, তা হলে সেগুলি আগে সরিয়ে দিন। যদি বসার ঘরের সোফাসেট থাকলে চট করে পরিষ্কার করে নিন। অনেকের বাড়িতে আজকাল ছোট্ট বিছানা থাকে বসার ঘরেই, তাতে উজ্জ্বল রঙের চাদর পেতে নিন। সোফার কুশনের কভার বদলে দিন। রঙিন, কারুকাজ করা নানা ধরনের কুশন আজকাল কিনতে পাওয়া যায়। সুবিধা থাকলে তেমন কুশন দিয়ে সোফা সাজিয়ে ফেলুন। বসার ঘরে উজ্জ্বল পর্দা লাগান। দেখবেন তাতেই ভোল বদলে গিয়েছে।

Advertisement

ছোট্ট টেবিলটি সাজিয়ে ফেলুন

বসার ঘর, খাবার ঘর কিংবা শোওয়ার ঘরে নানা ধরনের ছোট-বড় টেবিল থাকে সবার বাড়িতেই। সোফার সামনে যদি সেন্টার টেবিল থাকে, তা হলে সেটি ফুল, সুগন্ধি মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলুন। সুন্দর মলাট দেওয়া কিছু বই বা ম্যাগাজিনও রেখে দিতে পারেন একপাশে। একটি বাটিতে জল নিয়ে তাতে কিছু সুগন্ধী ফুল ভাসিয়ে দিতে পারেন অথবা রঙিন পাথর ছড়িয়ে রাখতে পারেন।

নরম আলো স্পর্শে মুগ্ধ হবেন অতিথিরা

ফলস সিলিং থাকলে সেখানে নানা রঙের আলো লাগাতে পারেন। না হলে নরম হলদে বা নীল আলো, স্পট লাইট লাগাতে পারেন। সন্ধের সময় জ্বালিয়ে দেবেন। তাতে পরিবেশ হয়ে উঠবে মায়াময়।

সবুজের ছোঁয়া থাক ঘরে

অর্কিড, পাতাবাহার, ক্যাকটাস, পিস লিলি, অ্যালো ভেরা স্নেক প্ল্যান্ট, আজেলা—হরেক প্রজাতির গাছ বারান্দায়, বসার ঘরের কোণে সাজিয়ে রাখা যায় অনায়াসে। এমন গাছ ঠাঁই হতে পারে সেন্টার টেবিল বা রান্নাঘরেও। এতে আপনার চোখ ও মন দুইয়েরই আরাম হবে।

পরিপাটি রান্নাঘর

অতিথিদের মধ্যে বয়স্কা মহিলারা থাকলে তাঁরা রান্নাঘরে যাবেনই। তাই রান্নাঘর না গোছালে আপনার ঘর সাজানোই মাটি। সবচেয়ে আগে বেকিং সোডা, লেবু ও তরল সাবানের মিশ্রণ বানিয়ে তেলচিটে জায়গাগুলি পরিষ্কার করে নিন। এখন বেশকিছু বাড়ি বা ফ্ল্যাটে হেঁশেলের জায়গাটি খোলাই থাকে। তাই রান্নাঘর যেন চকচকে দেখায় তা খেয়াল রাখুন। হেঁশেলের দেওয়ালের হুক লাগিয়ে বড় তাওয়া, সসপ্যান, হাতা ঝুলিয়ে রাখুন। ক্যাবিনেটে কিছুটা জায়গা ফাঁকা হবে। মশলার কৌটোগুলি পরিষ্কার করে গায়ে লেবেল সেঁটে ফেলতে পারলে ভাল। রান্নাঘরে রাখুন ঢাকনা দেওয়া ডাস্টবিন। কিছু গাছ রান্নাঘরেও রাখতে পারেন। দেখতে খুবই ভাল লাগবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement