Gold Jewellery

সোনার গয়না কিনছেন, কিন্তু ঠিক যত্ন করছেন কি! কী ভাবে রাখলে ভাল থাকবে সোনা?

সোনা কিনে চলেছেন, কিন্তু তা ভাল থাকছে তো। ঠিক ঠাক যত্ন আত্তি করছেন তো সোনার? কী ভাবে সোনা রাখলে সোনার মান বহু বছর পরেও ভাল থাকবে? সোনার কারবারিরাই দিলেন পরামর্শ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ১৯:০৬
Share:

ছবি : সংগৃহীত।

এক ভরি সোনার দাম ৮০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। তবু ধনতেরসে সোনার বিক্রি কমেনি। দাম বেশি হোক বা কম— সোনার গয়না কিনেই চলেছেন মানুষ। কারণ অধিকাংশেরই ধারণা, কাঞ্চনেই নিরাপদ মূল্য। ব্যাঙ্ক, শেয়ার ফেল করতে পারে। কিন্তু সোনার দাম কমবে না। কিন্তু সে কথা ভেবে যে সোনা কিনে চলেছেন, তা ভাল থাকছে তো। ঠিক ঠাক যত্ন আত্তি করছেন তো সোনার? কী ভাবে সোনা রাখলে সোনার মান বহু বছর পরেও ভাল থাকবে? সোনার কারবারিরাই দিলেন পরামর্শ।

Advertisement

১। প্রতিটি গয়না আলাদা রাখুন

যেহেতু সোনা খুব নরম ধাতু, তাই সাবধানতা একটু বেশি অবলম্বন করতে হয়। একটির সঙ্গে আরও একটি গয়না মিলিয়ে রাখবেন না। ছোট্ট একটি নাকছাবিও আলাদা রাখুন। কারণ, নরম সোনায় ঘষা লেগে যেতে পারে। তা থেকে সোনা ক্ষয়ও হতে পারে। তাই প্রতিটি গয়নার জন্য আলাদা ছোট ব্যাগ বা বাক্স ব্যবহার করুন।

Advertisement

২। আর্দ্রতা থেকে বাঁচান

স্যাঁতসেঁতে জায়গা সোনার জন্য ক্ষতিকর। আর্দ্রতায় সোনার ঔজ্জ্বল্য় কেড়ে নেয়। সোনার ক্ষয়ও দ্রুত হতে পারে স্যাঁতসেঁতে বা আর্দ্র জায়গায় থাকলে। তাই সোনা সব সময় রাখতে হবে শুষ্ক জায়গায়। যেখানে আর্দ্রতা যেমন কম থাকবে। তাপমাত্রাও অধিক হবে না। সোনা ভাল রাখতে অনেক সময় সিলিকা জেলের প্যাকেটও ব্যবহার করেন অনেকে, যা বাড়তি আর্দ্রতা শুষে নেয়।

৩। বাক্সের বদলে ব্যাগ

শক্তপোক্ত বাক্সের বদলে নরম ধাতুর জন্য নরম সরম কাপড় বা ভেলভেটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সোনার কারবারিরা। তাতেও ভাল থাকবে সোনা ।

৪। নিয়মিত পরিষ্কার করা

ধুলো পড়ে সোনার ঔজ্জ্বল্য নষ্ট হতে পারে। দীর্ঘদিনের জমা ময়লা পরিষ্কার করতে গিয়ে ক্ষয় হতে পারে সোনার। তাই ধুলো পড়তে না দেওয়াই ভাল। নিয়ম করে নরম কাপড় দিয়ে সোনার গয়না পরিষ্কার করুন।

৫। রূপোর থেকে আলাদা রাখুন

সোনার ক্ষয় কম। তবে অন্য ধাতুর সঙ্গে রাখলে স্বভাব বদলাতেও পারে। এমনকি রূপোর সঙ্গেও সোনা না রাখাই ভাল বলে মনে করেন সোনার কারবারিরা। তাঁদের পরামর্শ, সোনার রঙের পরিবর্তন বা ক্ষতি এড়াতে সোনা এবং রূপো আলাদা রাখাই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement