Arrest

স্কুলের আলমারি ভেঙে সরস্বতী পুজোর টাকা চুরি! পূর্ব বর্ধমানে গ্রেফতার এক যুবক

শনিবার ভোররাতে রায়না মোড় থেকে তাকে ধরা হয়। চুরির কথা ধৃত কবুল করেছেন বলে পুলিশের দাবি। ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫
Share:

— প্রতীকী চিত্র।

স্কুলে টিচার ইনচার্জের ঘর থেকে আলমারি ভেঙে প্রায় ৪৪ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিস। ধৃতের নাম চন্দন সামন্ত। রায়না থানার মিল্কিডাঙায় তাঁর বাড়ি।

Advertisement

শনিবার ভোররাতে রায়না মোড় থেকে তাকে ধরা হয়। চুরির কথা ধৃত কবুল করেছেন বলে পুলিশের দাবি। ধৃতকে শনিবারই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। তাদের দাবি, টাকা উদ্ধারের জন্য যুবককে জেরার প্রয়োজন। ধৃতের পাঁচ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর রাতে রায়না থানার পলাশনের এমএম হাইস্কুলে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন স্কুলের স্থায়ী নাইটগার্ড অনুপস্থিত ছিলেন। টিচার ইন-চার্জের দফতরের সামনের কোলাপসিবল গেটে তালা দেওয়া হয়নি। পরের দিন সকালে এসে টিচার ইন-চার্জ দেখেন, তাঁর ঘর লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। ঘরের সাতটি আলমারি ভেঙে তা থেকে প্রায় ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে নেওয়া। তার মধ্যে স্কুলের সরস্বতী পুজোর ও ডেভেলপমেন্ট ফি-র টাকা ছিল। ওই দিনই টিচার ইনচার্জ থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement