New Year

New Year 2022: বছর শেষের সন্ধ্যায় ঘর সাজানো নিয়ে নাজেহাল? রইল চটজলদি কয়েকটি উপায়

নিজের সাজগোজের পাশাপাশি হাল ফেরানো চাই বাড়িরও। রইল কম সময়ে বাড়ি সাজানোর রকমারি জিনিসের হদিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২১ ১৩:৫০
Share:

ছবি: সংগৃহীত

করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে বর্ষবরণের উদ্‌যাপনের পরিকল্পনায় খানিক বদল এনেছেন অনেকেই। এই বছরের বর্ষবরণ পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের সঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন। সন্ধে হতে হাজির হবেন অতিথিরা। নিজের সাজগোজের পাশাপাশি হাল ফেরানো চাই বাড়িরও। কিন্তু এত কম সময়ে কী ভাবে সাজাবেন বাড়ি বুঝতে পারছেন না তো? রইল বাড়ি সাজানোর রকমারি জিনিসের হদিশ।

Advertisement

চিয়ার্স লেখা বেলুন টাঙান দেওয়ালে
বসবার ঘরে দেওয়ালে লাগাতে পারেন চিয়ার্স ব্যানার। ছোট, বড়, মাঝারি- বিভিন্ন মাপের চিয়ার্স ব্যানার কিনতে পাওয়া যায়। ঘরের মাপ অনুযায়ী কিনে নিতে পারেন। তবে চিয়ার্স ব্যানারগুলি যেহেতু সোনালি রঙের হয় তাই বাড়ির সাদা দেওয়ালে লাগালে ভাল লাগবে।

নিজস্বী তোলার নির্দিষ্ট জায়গা বানান
বাড়িতে বন্ধুরা আসবে আর ছবি উঠবে না তা হয় নাকি। তাই বাড়ির কোনও একটি ফাঁকা জায়গায় তৈরি করে নিন নিজস্বী তোলার নির্দিষ্ট স্থান। জায়গাটিকে রঙিন বেলুন,রঙিন ফিতে দিয়ে সাজিয়ে নিন।

Advertisement

ছবি: সংগৃহীত

আলোয় সাজুক ঘর
নতুন বছরের উদ্‌যাপনে ঘর জুড়ে থাকুক আলোর মেলা। টুনি বাল্বগুলি ঝুলিয়ে দিতে পারেন দেওয়াল জুড়ে। কিংবা ঘরে যদি কোনও গাছ থাকলে তার উপরও ঝোলাতে পারেন টুনি বাল্ব।

এই বছরের পুরনো ছবিগুলি টাঙাতে পারেন
বসার ঘরের দেওয়াল জুড়ে অথবা ঘরের এক কোণে দড়ি টাঙিয়ে এই বছরের ভাল মুহূর্তের কিছু ছবি ক্লিপ দিয়ে আটকে দিতে পারেন। ছবিগুলির উপর দু-একটি টুনি বাল্বের তারও ঝুলিয়ে দিতে পারেন।

বছর শেষের সন্ধ্যায় জ্বলুক সুগন্ধি মোমবাতি
আজকাল বিভিন্ন নকশা করা সুগন্ধি মোমবাতি পাওয়া যায়, বছর শেষের সন্ধ্যায় মোমের আলোয় এবং গন্ধে সুরভিত হয়ে উঠুক বাড়ি।

সোফাতে রাখুন রঙিন কুশন
ঘরের হাল ফেরাতে সোফা জুড়ে থাকুক রঙিন রঙিন কুশন। কুশনগুলিকে ছড়িয়ে ছিটিয়ে নয়, সোফার গায়ে সুন্দর করে সাজিয়ে রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement