Home Décor Tips

New Year Home Decor: নতুন বছরে নতুন সাজ, অন্দরমহল সাজানোর পাঁচটি অভিনব উপায়

জীবনের একঘেয়েমি কাটাতে অন্দর মহলের রূপবদলই হয়ে উঠতে পারে চাবিকাঠি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:২৪
Share:

প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে অন্দর মহলের রূপ বদলই হয়ে উঠতে পারে চাবিকাঠি।

নতুন বছরে অনেকেই চান ঘরের অন্দরসজ্জার আমূল পরিবর্তন আনতে। প্রাত্যহিক জীবনের একঘেয়েমি কাটাতে অন্দর মহলের রূপ বদলই হয়ে উঠতে পারে চাবিকাঠি। দেখে নিন এ বার বর্ষবরণে অন্দর মহলকে আমূল বদলে ফেলার সহজ কিছু কৌশল।

Advertisement

১। ওয়াল পেপার
দেওয়াল সুন্দর করতে নিত্যনতুন রং করার বদলে আজকাল অনেকেই ওয়াল পেপার লাগান। তবে প্রচলিত স্থানে না বসিয়ে ওয়াল পেপারগুলি লাগতে পারেন তুলনামূলক সাদামাটা স্থানে। ওয়াল পেপারের গুণে সাদামাটা দেওয়াল আলমারিও হয়ে উঠতে পারে ঝকঝকে।

ওয়াল পেপারের গুণে সাদামাটা দেওয়াল আলমারিও হয়ে উঠতে পারে ঝকঝকে।

২। পুনর্ব্যবহার
নতুন বছরে নতুন ভাবে ঘর গোছানোর একটা দিক পুরাতন জিনিসপত্র সরিয়ে ফেলাও। কিন্তু একটু সৃজনশীল হলেই পুরনো জিনিসপত্র সাজিয়ে নেওয়া যেতে পারে নতুন রূপে। পুরনো কাচের বোতল, খবরের কাগজও সৃজনশীলতার গুণে হয়ে উঠতে পারে চমকপ্রদ ঘর সাজানোর জিনিস।

Advertisement

৩। বইপত্র
যাঁরা বই পড়তে ভালবাসেন তাঁরা বইগুলিকে সুন্দর করে সাজালেই বসার ঘর সুন্দর হয়ে উঠতে পারে। বর্তমানে ছোট ছোট বইয়ের তাক পাওয়া যায় যা প্রথাগত বইয়ের আলমারির চেয়ে আলাদা। পরিচ্ছন্ন রাখতে পারলে এই ছোট ছোট তাকগুলিও দারুন আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ঘর সাজাতে ব্যবহার করতে পারেন অভিনব নকশার বইয়ের তাক।

৪। গাছ
ছোট পাতাবাহার থেকে ক্যাকটাস, অনেকেই এখন ঘর সাজাতে ছোট ছোট গাছ ঘরে রাখেন। শুধু অন্দরসজ্জাই নয়, সামগ্রিক ইতিবাচক প্রভাব পড়ে ঘরে গাছ থাকলে।

৫। ধ্রুপদী সাজ
যাঁরা স্বাদ বদল করতে ভালবাসেন এবং অর্থনৈতিক ভাবে কোনও প্রতিবন্ধকতা নেই তাঁরা চাইলে একটু পুরাতন সাজে সাজাতে পারেন ঘর। বিভিন্ন ধরনের নিলাম থেকে কেনা ধ্রুপদী ঘরানার আয়না, চায়ের টেবিল বা আরাম কেদারা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে ঘরের চেহারা। মনে রাখবেন এই ক্ষেত্রে দারুণ কাজে আসতে পারে মানানসই হলদে আলো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement