Aparajita Plant Care

থাম জড়িয়ে বেড়ে ওঠা অপরাজিতা গাছে ফুল কমেছে শীতের মরসুমে, যত্ন করবেন কী ভাবে?

অপরাজিতা গাছটিতে ফুল কমে যাচ্ছে, ঠিকমতো বেড়ে উঠছে না? কী ভাবে যত্ন নেবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২০:০১
Share:

শীতের মরসুমে অপরাজিতা গাছের যত্ন কী ভাবে নেবেন? ছবি: সংগৃহীত।

বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে বলে অপরাজিতা ফুলের গাছ লাগিয়েছেন। বারান্দার থাম বেয়ে দিব্যি বেড়েও উঠছে সে। কিন্তু শীত পড়তেই গাছে ফুল কমেছে। তরতাজা ভাব উধাও। এমন সময় কী করে গাছের দেখভাল করবেন?

Advertisement

এই গাছে ফুল ফোটে বসন্ত এবং গরমেও। তবে শীতে তার বাড়তি যত্নেরও দরকার হয়। জল, সূর্যালোক ঠিকমতো না পেলে, সারের অভাবে গাছের বাড়-বৃদ্ধি কমে যেতে পারে।

জল: গরমের দিনে যতটা ঘন ঘন জল দেওয়া দরকার, শীতের মরসুমে ততটা দরকার হয় না। অপরাজিতা গাছের গোড়ায় জল জমলেও ক্ষতি হতে পারে। ফলে, আঙুল দিয়ে দেখে নিন টবের বা বাগানে গাছের গোড়ার মাটি শুকিয়েছে কি না। তার পরেই জল দিন। ভিজে মাটিতে নিয়মিত জল দিলে, গাছের ক্ষতি হতে পারে।

Advertisement

মাটি: জল নিষ্কাশনের ব্যবস্থা উপযুক্ত হওয়ার পাশাপাশি মাটির পিএইচ মাত্রাও ঠিক থাকা দরকার। সাধারণত দোআঁশ মাটি, ভার্মি কম্পোস্ট এবং বালির মিশেলে মাটি তৈরি করলে তা গাছের জন্য ভাল। মাটিতে অম্লের মাত্রা একটু বেশি থাকলে অপরাজিতা দ্রুত বৃদ্ধি পায়।

সার: গাছ বেড়ে ওঠার জন্য খাবার দরকার। সেই কাজটি করে সার। পুষ্টির অভাব হলে স্বাভবিক ভাবেই ফুলের সংখ্যা কমে যাবে। গাছ ঠিকমতো বাড়বে না। ৪-৬ সপ্তাহ অন্তর সার প্রয়োগ প্রয়োজন। নিম খোল দিতে পারেন। আবার নিম গুঁড়ো, হাড় গুঁড়ো, পটাশ এগুলিও মাপ বুঝে প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হবে তাড়াতাড়ি।

কাটছাঁট: যে কোনও গাছের কাণ্ড, শুকিয়ে যাওয়া ফুল ঠিক ভাবে কেটে দেওয়া দরকার। এতে গাছ যেমন ঝাঁকড়া হয়ে ওঠে তেমনই ফুলের সংখ্যাও বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement