বাড়িতেই কী ভাবে ফেরাবেন হিরের গয়নার জেল্লা? ছবি: শাটারস্টক।
বিয়ের সময় শখ করে হিরের আংটি কিনেছিল জয়িতা। তবে বিয়ের মাস ছয়েকের মধ্যেই হিরের দ্যুতি আবছা হয়েছে। কেনার পর যে রকম জেল্লা ছিল, তা হারিয়ে যাচ্ছে ক্রমশ। এই সমস্যা জয়িতার একার নয়, সারা বছর যাঁরা হিরের দুল কিংবা লকেট পরেন, তাঁরাও ওই একই সমস্যার মুখোমুখি হন। হিরের গয়না সাধারণত দোকানে না দিলে তা পরিষ্কার করা মুশকিল। তবে টোটকা জানলে বাড়িতেও ফিরিয়ে আনা যায় হিরের দ্যুতি। কী ভাবে করবেন, রইল হদিস।
১) ঈষদুষ্ণ গরম জলে হিরের গয়না ডুবিয়ে রাখুন। মিনিট দশেক রাখলেই হবে।
২) এ বার বাসন মাজার তরল সাবান জলে মিশিয়ে নিন। সাবান জলে আংটি ভিজিয়ে রাখুন আধ ঘণ্টার জন্য।
৩) ৩০ মিনিট পর দেখবেন পাত্রের তলায় বেশ খানিকটা ময়লা জমা হয়েছে। এ বার একটি ব্রাশ দিয়ে হালকা হাতে ঘষে আরও ভাল করে পরিষ্কার করুন।
হিরের গয়না সাধারণত দোকানে না দিলে তা পরিষ্কার করা মুশকিল, অনেকেই এমনটা ভাবেন। ছবি: শাটারস্টক।
৪) এ বার ব্রাশে টুথপেস্ট লাগিয়ে আরও মিনিট পাঁচেক ভাল করে পরিষ্কার করে নিন হিরের গয়না।
৫) সবশেষে জল দিয়ে ভাল করে ধুয়ে নিন। শুকনো মলমলের কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন জেল্লা ফিরেছে সাধের গয়নার।
হিরে পরিষ্কারের ক্ষেত্রে অ্যামোনিয়া, বেকিং সোডা, হাইড্রোজ়েন পারঅক্সাইড, অ্যালকোহল ভুলেও ব্যবহার করবেন না। এইগুলি ব্যবহার করলে আরও কমে যাবে হিরের জেল্লা।