সৌরভে ভরবে ঘর, কিন্তু গন্ধ বাছাইয়ের আগে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে? ছবি: ফ্রিপিক।
ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মিষ্টি গন্ধ টের পাওয়া যায়, নিমেষে ভাল হয়ে যেতে পারে মন। সুন্দর অন্দরসজ্জা আরও সুন্দর হয়ে উঠতে পারে যদি সেই ঘরে মিশে থাকে মৃদু সৌরভ।
অতিথিদের মনোরঞ্জনই হোক বা নিজের ভাল লাগার জন্য, ঘর সৌরভে ভরিয়ে তুলতে এসেনশিয়াল অয়েল অথবা রুম ফ্রেশনার তো কিনবেন, কিন্তু কোন গন্ধ ভাল হবে? কেনার আগে কোন বিষয়গুলি বুঝে নেওয়া জরুরি?
পছন্দ কোনটি? কারও ফুলের গন্ধ পছন্দ, কারও চন্দনের। কেউ চড়া গন্ধ ভালবাসেন, কারও আবার তাতে মাথা ধরে যায়। ফলে প্রথমেই দেখতে হবে কোন গন্ধ আপনার প্রিয়। মৃদু গন্ধ পছন্দ হলে তা ফুলেল হবে, না অন্য রকম?
স্থান নির্বাচন: বাড়ির কোন স্থান সুরভিত করতে চান তা-ও গুরুত্বপূর্ণ। বহু বাড়িতে স্নানঘরে বিভিন্ন ধরনের সুগন্ধি ব্যবহার করা হয়। রুম ফ্রেশনার যদি শোয়ার ঘরে ব্যবহার করেন এক রকম গন্ধ বেছে নিতে পারেন, বসার ঘরের জন্য আলাদা। শোয়ার ঘরে মৃদু সুগন্ধি ভাল লাগবে। আবার বসার ঘরে যে হেতু একসঙ্গে অনেকে থাকতে পারেন, সেখানে অন্য রকম কোনও গন্ধ বেছে নিতে পারেন।
অ্যালার্জি: অনেকের বিভিন্ন গন্ধে অ্যালার্জি থাকে। ফুল সকলে পছন্দ করলেও, কারও কারও সেই গন্ধে মাথা ধরে যায়। কারও আবার নির্দিষ্ট কোনও গন্ধে অসুবিধা হয়। ঘরের জন্য সুগন্ধি বাছাইয়ের আগে বাড়ির সদস্যদের অ্যালার্জি, অসুবিধার কথা মাথায় রাখা অত্যন্ত জরুরি।
প্রাকৃতিক গন্ধ: বাজারচলতি রুম ফ্রেশনারই যে কিনতে হবে, এমন কথা নেই। টাটকা ফুল, এসেনশিয়াল অয়েল, পটপুরি রাখতে পারেন ঘরে। এই সমস্ত প্রাকৃতিক গন্ধ ঘরে ভরে থাকলে, উগ্র মনে হয় না।
অতিরিক্ত নয়: প্রাকৃতিক উপাদানের গন্ধেই ঘর ভরুক বা রুম ফ্রেশনার বেছে নিন, গন্ধ অতিরিক্ত হলে তা মন ফুরফুরে করার বদলে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন বা এসেনশিয়াল অয়েল অথবা রুম ফ্রেশনার— পরিমাণ বোঝা জরুরি।