Houseplant Care

গাছের যত্ন মানেই আলোর জোগান দেওয়া নয়, কোন গাছগুলি বেশি রোদে রাখলে মরে যেতে পারে?

অনেক গাছের আবার বেশি আলোর দরকার পড়ে না। কম আলোতেই দিব্যি বড় হয়ে ওঠে। সূর্যের আলোর অভিমুখে সেই গাছগুলি রাখলে বরং তাতে ক্ষতিই হয়। কোন গাছগুলি সরাসরি সূর্যের আলো রাখবেন না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৩:২১
Share:

ছবি: সংগৃহীত।

গাছ বড় করতে জল, হাওয়া এবং আলোর পর্যাপ্ত জোগান থাকা প্রয়োজন। চারা গাছ সূর্যের আলোয় স্নান করে তরতরিয়ে করে বড় হয়ে ওঠে। বাড়ির যে অংশে সবচেয়ে বেশি রোদ আসে, সেই জায়গাটিই বাগান করার জন্য বেছে নেন অনেকে। তবে সব ধরনের গাছের ক্ষেত্রে যে এই নিয়ম প্রযোজ্য, তা কিন্তু নয়। ঘরের শোভাবর্ধন করে, এমন অনেক গাছের আবার বেশি আলোর দরকার পড়ে না। কম আলোতেই দিব্যি বড় হয়ে ওঠে। সূর্যের আলোর অভিমুখে সেই গাছগুলি রাখলে বরং তাতে ক্ষতিই হয়। কোন গাছগুলি সরাসরি সূর্যের আলো রাখবেন না?

Advertisement

পিস লিলি

ছিমছাম, সুন্দর একটি গাছ। অনেকের বাড়ির বসার ঘরে আলো করে থাকে এই গাছ। পিস লিলি কম আলোতেও তরতাজা থাকে। এমনকি অল্প রোদেও দিব্যি সুন্দর ফুল ফোটে গাছে। সে ক্ষেত্রে এই গাছ বেশি চড়া রোদে না রাখাই শ্রেয়।

Advertisement

স্নেক প্ল্যান্ট

স্নেক প্ল্যান্ট কম আলোতেই সবচেয়ে ভাল থাকে। বেশি রোদে রাখলে আবার বৃদ্ধিতে সমস্যা দেখা দিতে পারে। তবে স্নেক প্ল্যান্ট বড় করতে ঝক্কি অনেক কম। কৃত্রিম আলোতেও এই গাছ বড় হয় সুন্দর ভাবে। কড়া রোদে এই গাছের পাতার রং ফিকে হয়ে যায়।

প্যাথস

বাড়ির ব্যালকনিতে লতানে গাছ প্যাথস রাখা যেতে পারে। তবে এই গাছ সচেতন ভাবেই বেশি রোদে রাখা ঠিক হবে না। এই গাছের পাতা ভীষণ কোমল হয়। বেশি রোদে রাখলেই পাতা শুকিয়ে যেতে পারে। কচি পাতাতেও হলদে হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement