ছবি: সংগৃহীত।
খাবার যাতে চটকদার দেখতে হয়, সে কারণে বেশি করেই খানিকটা মশলা, হলুদ ঢেলে দেন অনেকে। তাতে খাবারের স্বাদ লা জবাব হলেও থালাবাসনে হলুদের দাগ মাখামাখি হয়ে যায়। আর হাজার চেষ্টা করেও সেই দাগছোপ তোলা সহজ নয়। ডিটারজেন্ট কিংবা তরল সাবান— কোনও কিছুতেই দাগ উঠতে চায় না। তা নিয়ে ভারী চিন্তায় পড়েন বাড়ির গিন্নি। তবে কিছু ঘরোয়া টোটকা রয়েছে, যেগুলির উপর ভরসা রাখলে থালাবাসনের হলুদ দাগ উঠতে বাধ্য।
গ্লিসারিন
গ্লিসারিন ত্বক মসৃণ রাখার পাশাপাশি থালাবাসন থেকে হলুদের দাগ তুলতেও সাহায্য করে। দু’কাপ জলের সঙ্গে এক চামচ গ্লিসারিন এবং এক চামচ তরল সাবান দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। তার পর বাসন মাজার স্পঞ্জ অথবা সুতির কাপড় সেই মিশ্রণে ভিজিয়ে থালার উপর ঘষলেই ১৫ মিনিটে দাগ উঠে যাবে।
লেবুর রস
লেবুতে থাকা অ্যাসিডিক উপাদান নিমেষে হলুদের জেদি দাগ তুলে দিতে পারে। ঈষদুষ্ণ জলে লেবুর রস মিশিয়ে হলুদ ছোপ পড়ে যাওয়া থালায় ঢেলে দিন। কিছু ক্ষণ রাখুন। পারলে সারা রাত রাখুন, তা হলে বেশি কার্যকর হবে। সকালে শক্ত স্পঞ্জ দিয়ে জোরে ঘষে নিলেই দাগ উঠে যাবে।
বেকিং সোডা
হেঁশেলের অন্যতম প্রয়োজনীয় জিনিস। বেকিং সোডা শুধু যে বেক করতেই কাজে লাগে, তা নয়। বরং থালার দাগছোপ দূর করতেও বেকিং সোডার অপরিসীম ভূমিকা রয়েছে। জল এবং বেকিং সোডা একসঙ্গে গুলে থালাবাসনে লেগে থাকা হলুদের দাগছোপের উপর মিশ্রণটি দিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে নিলেই দেখবেন, দাগছোপ চলে গিয়ে ঝকঝক করছে বাসন।