Gardening Tips

সেরামিকের পট অসাবধানে ভেঙে যেতে পারে, তার বদলে সাজের টেবিলে আর কী ভাবে গাছ রাখা যায়?

কত শখ করে ড্রেসিং টেবিল, অফিসের ডেস্কে গাছ রাখবেন বলে সেরামিকের টব কিনেছিলেন। অসাবধানে তা ভেঙে গিয়েছে। তার বদলে আর কোথায় গাছ রাখা যেতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৯:৪৫
Share:

সেরামিকের টবের বদলে ঝুড়িতেও গাছ রাখা যায়। ছবি: সংগৃহীত।

কলিং বেল বাজলেই হল!

Advertisement

অফিস থেকে বাড়ি ফেরার সময় আন্দাজ করে দরজা আগলে দাঁড়িয়ে থাকে আদরের পোষ্য সারমেয়টি। দরজা খোলা মাত্রই গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আদর না করা পর্যন্ত শান্তি নেই। তার সঙ্গে চলতে থাকে অবিরাম লেজের ঝাপটা। তার ঠেলাতেই এক দিন দরজার পাশে রাখা সেরামিকের টব গেল ভেঙে!

কত শখ করে ড্রেসিং টেবিল, অফিসের ডেস্কে গাছ রাখবেন বলে সেগুলি কিনেছিলেন। শুধু পোষ্য কেন, অসাবধানে যে কোনও কারণেই এই ধরনের সেরামিকের টব ভেঙে যেতে পারে। তা ছাড়া এই ধরনের টব এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াও বেশ ঝক্কির। সে ক্ষেত্রে সেরামিকের বিকল্প কী হতে পারে?

Advertisement

১) প্লাস্টিকের বোতল:

দেখতে ভাল লাগলেও কাচ বা সেরামিকের জিনিস কিন্তু ভঙ্গুর। তার চেয়ে বরং জল, নরম পানীয়ের বোতলে গাছ রাখা ভাল। স্থানান্তরের ঝক্কি নেই। আবার, অসাবধানে ভেঙে যাওয়ার ভয়ও থাকে না।

২) ডিমের ট্রে:

অনেকগুলি ডিম একসঙ্গে কাগজ বা প্লাস্টিকের ট্রে-তে বসানো থাকে। ওই ট্রে ফেলে না দিয়ে তার মধ্যেও বীজ রোপণ করতে পারেন। যত্নআত্তি করলে কিছু দিনের মধ্যেই সেখান থেকে চারাগাছ মাথা তুলে দাঁড়াবে।

৩) ঝুড়ি:

প্লাস্টিকের ঝুড়ি বা চালুনির মধ্যেও ছোট গাছ রাখা যায়। মাটি নয়, বালি, কোকোপিট থাকলেই গাছ বেড়ে উঠবে। তবে এখানে এমন গাছ রাখতে হবে, যেগুলি খুব বেশি বড় হয় না।

৪) পেপার রোল:

টয়লেট পেপার বা কিচেন টাওয়েল শেষ হয়ে যাওয়ার পর পিচবোর্ডের রোলটি ফেলে দেবেন না। ওই রোলের ভিতরের যে ফাঁকা অংশ, তার মধ্যেও কিন্তু গাছ বেড়ে উঠতে পারে।

৫) টিনের কৌটো:

সম্প্রতি ঘরে রং করিয়েছেন? রঙের টিন ফেলে না দিয়ে সেগুলিকেও কাজে লাগাতে পারেন। তবে গাছ বসানোর আগে টিনের ওই কৌটোগুলি ভাল করে পরিষ্কার করে নিতে হবে। না হলে গাছ নষ্ট হয়ে যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement