বৃষ্টির দিনে ফুল গাছের যত্ন নেওয়ার সহজ টিপ্স। ছবি: ফ্রিপিক।
জুঁই, টগর, দোলনচাঁপা, কামিনী, লিলি ইত্যাদি ফুলগুলি বর্ষাতেই ফোটে। বাড়িতে যদি ফুল গাছ থাকে তা হলে এই বৃষ্টির দিনে তার বিশেষ যত্ন নিতেই হবে। কাঠগোলাপ, অপরাজিতা, দোপাটি এগুলিও কিন্তু বর্ষারই ফুল। টবে গাছ করুন বা ফুলদানিতে রাখুন, সঠিক যত্ন নিলেই আপনার ঘর ভরে উঠবে সৌন্দর্য আর সৌরভে।
কী ভাবে ফুল গাছের যত্ন নেবেন?
১ বেলে-দোআঁশ মাটি এবং পচা গোবর সম পরিমাণে মিশিয়ে মাটি তৈরি করুন। ফুল গাছের জন্য এমন মাটিই ভাল।
২) যে-কোনও গাছের বেঁচে থাকার জন্য সূর্যালোক অপরিহার্য। তাই এমন জায়গায় গাছ রাখবেন যেখানে রোদ আসে। সাধারণত বাড়ির খোলা ছাদে সরাসরি সূর্যের আলো অনেক সময় ধরে পাওয়া যায়। পর্যাপ্ত সেই আলোতে ফুল গাছও তরতরিয়ে বাড়ে। দিনের কিছুটি সময়ে ছাদে বা বারান্দায় টবটি রেখে দিন।
৩) গাছ লাগানোর সময় সতর্ক থাকুন, যাতে গোড়া নড়ে না যায়। নার্সারি থেকে চারা এনে বসানোর সময়ে খেয়াল রাখতে হবে।
৪) পর্যাপ্ত বায়ু চলাচল সব ধরনের গাছের জন্যই ভাল। এমন জায়গায় ফুল গাছের টব রাখুন যেখানে হাওয়া চলচল করে। বদ্ধ বা স্যাঁসতেঁতে জায়গায় গাছ ভাল হবে না।
৫) টবে গাছ লাগালে সাধারণত নীচে মাটির ট্রে রাখা হয়। কিন্তু ওই ট্রে অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য উপযুক্ত নয়। তাই যথাযথ জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে থাকতে না পারে। না হলে গাছ পচে যাবে।
৬) পোকামাকড় রোধ করার জন্য সপ্তাহে একদিন গাছের পাতায় নিম তেল স্প্রে করুন।