Gardening Tips

৩ ভুল: করছেন বলেই কি যত্ন নিয়েও ঘরের গাছগুলি বাঁচিয়ে রাখতে পারছেন না?

বিশেষ করে বাগান করার ক্ষেত্রে যাঁরা শিক্ষানবিশ, তাঁদের কিছু ভুল হয়েই যায়। সেই ভুলগুলি এড়িয়ে চললে গাছ ঠিক ভাবে বেড়ে উঠবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৪ ১৯:২৩
Share:

গাছের যত্নে কিছু ভুল এড়িয়ে চলুন। ছবি: সংগৃহীত।

গাছের প্রতি ভালবাসা অনেকেরই আছে। তাঁদের অন্দরসজ্জা দেখলেই তা বোঝা যায়। তবে গাছ দিয়ে ঘর ভরিয়ে তুললেই হবে না। গাছের যত্নও নিতে হবে সঠিক পথে। সময়ে সময়ে জল আর সার দেওয়াই গাছের যত্নের শেষ কথা নয়। এগুলি করেও গাছ নষ্ট হয়ে গিয়েছে, এমন উদাহরণও আছে। বিশেষ করে বাগান করার ক্ষেত্রে যাঁরা শিক্ষানবিশ, তাঁদের কিছু ভুল হয়েই যায়। কয়েকটি ভুল এড়িয়ে চললে গাছ ঠিক ভাবে বেড়ে উঠবে।

Advertisement

বেশি জল দেওয়া

গাছ ভাল রাখতে হলে নিয়ম করে জল দেওয়া প্রয়োজন। তবে গাছে জল দেওয়ার একটা পরিমাণ আছে। প্রয়োজনের বেশি জল দিলে গাছের পাতা পচে যেতে পারে। অত্যধিক জল পেলে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। গাছের জন্য কতটা জল প্রয়োজন, তা মাটি স্পর্শ করলেই বোঝা যায়। যদি দেখেন, মাটি আঙুলে লেগে যাচ্ছে, তা হলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন, মাটি শুকনো খটখটে হয়ে গিয়েছে, তা হলে জল দেওয়ার প্রয়োজন আছে।

Advertisement

সঠিক টব নির্বাচন না করা

বাহারি দেখতে টব কিনে গাছ তো বসালেন। কিন্তু আদৌ সে টব গাছের জন্য আদর্শ কি না, সেটা দেখতে হবে। টবের নীচে যদি ছিদ্র থাকে, তা হলে সমস্যা নেই। ছিদ্রহীন টবে জল বেরিয়ে যেতে পারে না। জল জমে গাছের শিকড় পচে যায়। গাছে নিয়ম করে জল দেওয়া ছাড়াও, সেই জল জমে থাকছে কি না, সে দিকে নজর দেওয়া জরুরি। জল জমতে দেওয়া যাবে না কোনও ভাবেই।

প্রয়োজনের বেশি জল দিলে গাছের পাতা পচে যেতে পারে। ছবি: সংগৃহীত।

গাছের পাতা না ছাঁটা

আলো-বাতাস-জল, এমনকি পর্যাপ্ত সার পাওয়া সত্ত্বেও গাছ তরতরিয়ে বেড়ে উঠছে না? বিষয়টি চিন্তার। অন্য অসুবিধা হচ্ছে কি না, সে দিকে খেয়াল রাখা জরুরি। অনেক সময় গাছের পাতায় পোকা লাগলে এমন হতে পারে। তাই মাঝেমাঝে গাছের পাতা ছাঁটতে পারলে ভাল। তাতে গাছ বেড়ে উঠবে সহজে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement