আয়ুষ্মাণ খুরানা ও বোগেনভিলিয়া। ছবি: ফেসবুক।
ফেসবুকে চারটি ছবি দিয়েছেন বলিউড অভিনেতা আয়ুষ্মাণ খুরানা। তার মধ্যে একটি ছবিতে তাঁর কানে গোঁজা উজ্জ্বল রানি রঙের বোগেনভিলিয়া ফুল। শীতের পড়ন্ত বেলার রোদ গায়ে মেখে বাগানের ফুল গাছের নীচে খানিক সময় কাটিয়েছেন অভিনেতা। সেই মুহূর্ত ভাগ করে নিয়েছেন সমাজ মাধ্যমে। ছবিতে তাঁর বাড়ির বাগানের টালি বাঁধানো রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বোগেনভিলিয়ার পাপড়ি। সেই পাপড়ি হাতের তালুতে নিয়েও ছবি তুলেছেন আয়ুষ্মাণ। শীতের দুপুরে উজ্জ্বল বোগেনভিলিয়ার সান্নিধ্যে কাটানো মুহূর্তের ছবি দিয়ে ক্যাপশনে আয়ুষ্মান লিখেছেন, ‘বোগেনভিলিয়া বয়’।
বোগেনভিলিয়া যাকে বাঙালিরা কাগজ ফুল বলে চেনে, এক কালে বহু বাঙালি বাড়ির ছাদে, বারান্দায় বা সদর-ছাউনির মাথায় ছেয়ে থাকত। ইদানীং অবশ্য কাগজফুলে সাজানো বাড়ির দেখা মেলে পোস্টকার্ড, গ্রিটিংস কার্ডের সাজানো ঘরবাড়ির ছবিতেই। অথচ অল্প যত্নে বেড়ে ওঠা ওই ফুল শুধু দৃষ্টিসুখ দেয় না, এর ওষধি গুণও অনেক।
ছবি: সংগৃহীত।
বোগেনভিলিয়ার গুণ
আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের সংগ্রহে থাকা একটি গবেষণাপত্রের তথ্য বলছে, বোগেনভিলিয়ার ফুলে এবং পাতায় রয়েছে ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্যানসার, আলসার, ডায়াবিটিস, প্রদাহ প্রতিরোধক উপাদান। রয়েছে অ্যান্টি অক্সিড্যান্টও। গবেষণাটি করেছিল তাইল্যান্ডের মাহিডোল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দল। তারা জানিয়েছে, গুগল স্কলার, সায়েন্স ডিরেক্ট, পাব মেড, সাই ফাইন্ডারের মতো তথ্য বিশারদ সংস্থার সঙ্গে গবেষণা লব্ধ তথ্য মিলিয়ে দেখে তার পরেই প্রকাশ করেছে তারা।
বোগেনভিলিয়ার রূপ
বোগেনভিলিয়ার রূপ নিয়ে নতুন করে বলার কিছু নেই। উজ্জ্বল রং। এক থোকা ফুল যেখানেই থাক, সুন্দর দেখাবে চারপাশ। রানি, ফুশিয়া, মেরুন, দুধে আলতা, সাদা, হলুদ, বেগনি— বোগেনভিলিয়ার রঙের শেষ নেই। মূলত ১৪ রকম রঙের বোগেনভিলিয়া থাকলেও শঙ্কর প্রক্রিয়ায় বর্তমানে ৩০০-রও বেশি ধরনের বোগেনভিলিয়া ফুল পাওয়া যায় এখন।
ছবি: সংগৃহীত।
বোগেনভিলিয়ার ব্যবহার
রূপ এবং গুণ— দুই-ই আছে। কিন্তু বোগেনভিলিয়ার গুণের সুফল পাবেন কী করে? অনেকেই বোগেনভিলিয়ার চা বানিয়ে খান। তুরস্কে, মেক্সিকোয় ওই চা খাওয়ার চল রয়েছে। তাদের বিশ্বাস, বোগেনভিলিয়ার চা, সর্দি-কাশি সারানোর মোক্ষম ওষুধ। এমনকি, গলা ব্যথা, আলসার, অস্থিসন্ধির ব্যথা, ডায়েরিয়া, ডায়েবিটিস সারাতে সাহায্য করে। এমনকি, শরীরকে ভিতর থেকে দূষণমূক্ত করতেও সাহায্য করে।
ছবি: সংগৃহীত।
বোগেনভিলিয়ার যত্ন
যদি বাড়িতে বোগেনভিলিয়া গাছ লাগাতে চান, তবে শীতের শেষ আর বসন্তের শুরু হল আদর্শ সময়। বোগেনভিলিয়া টবে লাগানো যেতে পারে। আবার সরাসরি বাগানের মাটিতেও পুঁতে দিতে পারেন। গাছের ডাল থেকেই গাছ হয়। বোগেনভিলিয়ার যত্নের মূল কথা হল পর্যাপ্ত পরিমাণে রোদ আর নিয়মিত গাছের পাতা এবং ডালপালা ছাঁটা। গাছের মাটিতে অতিরিক্ত জলের দরকার নেই। মাটি আর্দ্র থাকলেই হবে। এই তিনটি বিষয় মাথায় রাখতে পারলেই আপনার বাড়ির বাগানও উজ্জ্বল হয়ে উঠবে বোগেনভিলিয়ায়।