Gardening Tips

শীত বাড়লে গাছের যত্নে আনতে হবে ৩ বদল, না হলে সাজানো বাগান শুকিয়ে যেতে পারে

গাছের যত্ন নিতে গিয়েই অনেকে কিছু ভুল করে বসেন। সেগুলি যে ভুল, সেটা অনেকে জানেনও না। তাতে গাছের ক্ষতি হয়ে যায়। বিশেষ করে শীতে গাছের যত্ন কোন ভুলগুলি একেবারেই করবেন না?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৩৭
Share:

শীতে গাছের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

গাছ বড় করা সহজ নয়। ছোটখাটো ভুলেও অনেক সময় কয়েক মাস বয়সের তরতাজা গাছ মরে যায়। তাই যত্নআত্তিতে যাতে ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। কিন্তু যত্ন নিতে গিয়েই অনেকে কিছু ভুল করে বসেন। সেগুলি যে ভুল, সেটা অনেকে জানেনও না। তাতে গাছের ক্ষতি হয়ে যায়। বিশেষ করে শীতে গাছের যত্ন কোন ভুলগুলি একেবারেই করবেন না?

Advertisement

শক্ত মাটি ভেঙে না দেওয়া

অনেক দিন থাকতে থাকতে গাছের টবের মাটি একদম শক্ত হয়ে যায়। সেখানে জল বা হাওয়া বাতাস কোনওটাই ভাল করে ঢোকে না। তাই হয় সেই টবে থেকে গাছ তুলে নতুন মাটিতে পুতে দিন। নয়ত মাঝে মাঝে মাটি কোনও ধারাল জিনিসের সাহায্য অল্প করে খুঁচিয়ে দিন। তবে খেয়াল রাখবেন যেন গাছের ক্ষতি না হয়।

Advertisement

বেশি সার দেওয়া

গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন বটে। তবে খুব বেশি সার দিলে খাদ্য তৈরি করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই কোন গাছের কতটা সার প্রয়োজন সেটা জেনে নিন।

পাতা পরিষ্কার না করা

গাছের পাতায় নিয়মিত নোংরা পড়ে। বিশেষ করে যেগুলোর পাতা বড়। তাই মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পাতা মুছে দিতে হবে। নয়ত গাছ ঠিক করে খাবার বানাতে পারবে না। তা ছাড়াও গাছের পাতা নিয়মিত জলের স্প্রে করে স্নান করাতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement