Home Decor with Rugs

বসার ঘরের সজ্জায় বদল আনুন কেবল গালিচা দিয়েই, ৫ ধরনের কার্পেটেই প্রাণবন্ত হোক আস্তানা

নতুন রং এবং সাজ প্রাণবন্ত করে তোলে ঘরকে। আর ঘরের সাজ বদলানোর জন্য সহজ উপায়গুলির মধ্যে একটি হল কার্পেট বা গালিচা বদল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১৮:১১
Share:
Home decor tips 5 types of rugs can change your drawing room beautifully

বসার ঘরের সাজসজ্জায় ঋতুবদলের ছোঁয়া আনতে গালিচায় ভরসা রাখুন। ছবি: সংগৃহীত।

আর দিন দশেকের মধ্যেই পয়লা বৈশাখ। বাঙালির ঘরে নতুন জামা, রান্নাবান্নার রকমারি আয়োজনের পালা। কিন্তু নিজের সাজবদলের পাশাপাশি ঘরটিকেও নতুন রূপ দিন। নতুন রং এবং সাজ প্রাণবন্ত করে তোলে ঘরকে। আর ঘরের সাজ বদলানোর জন্য সহজ উপায়গুলির মধ্যে একটি হল কার্পেট বা গালিচা বদল। বসন্ত এবং গ্রীষ্মের আমেজের সঙ্গে মিলিয়ে হালকা এবং আরামদায়ক কার্পেট বেছে নেওয়া দরকার। ফুলের ছাপ হোক বা পাতার, কয়েকটি বিশেষ ধরনের কার্পেট আপনার ঘরকে উজ্জ্বল করে তুলবে, যা চোখেও আরাম দেয়। বসার ঘরের সাজসজ্জায় ঋতুবদলের ছোঁয়া আনতে কয়েক ধরনের কার্পেটের তালিকা দেওয়া হল।

Advertisement
Home decor tips 5 types of rugs can change your drawing room beautifully

ঘরকে উজ্জ্বল সাজ দিতে জ্যামিতিক প্যাটার্নের গালিচা বেছে নিন। ছবি: সংগৃহীত।

ফুল-ছাপের গালিচা

প্রকৃতির স্পর্শে সব কিছুই সুন্দর ও আরামদায়ক হয়ে উঠতে পারে। তাই ফুলের নকশা আঁকা অথবা জলরঙে ফুলের ছাপ দেওয়া গালিচা চোখের নিমেষে আপনার বসার ঘরকে সুন্দর করে তুলতে পারে। পিচ, ল্যাভেন্ডার বা পুদিনা সবুজ রঙের মতো নরম প্যাস্টেল রং বেছে নিন।

Advertisement

প্যাস্টেল রঙের গালিচা

প্যাস্টেল রং চোখে আরাম এনে দেয়। গোলাপি, হালকা নীল, অথবা ফ্যাকাশে হলুদ রঙের নরম গালিচা বেছে নিলে আপনার বসার ঘরে খোলামেলা পরিবেশের আমেজ আসবে। স্বল্প সাজ পছন্দ হলে এই ধরনের রঙের গালিচাই উপযুক্ত।

পাতাবাহার গালিচা

নানা রঙের পাতা আঁকা গালিচা দিয়ে বাইরের ঘরকে নজরকাড়া করে তুলুন। ফুল এবং পাতার সমাহারে দমবন্ধ করা পরিবেশ সতেজ দেখাতে পারে।

হালকা পাটের গালিচা

গৃহসজ্জায় নিয়ে আসুন মাটির সোঁদা গন্ধ। প্রকৃতির আরও কাছাকাছি যেতে হলে পাটের তৈরি কার্পেট বেছে নিতে পারেন। হাতে বোনা, পরিবেশবান্ধব গালিচা ঘরকে আরও প্রাণবন্ত করে তোলার ক্ষমতা রাখে। হালকা রঙের পাটের গালিচা দিয়ে ঘর সাজালে বসার ঘরটি খোলামেলা দেখাবে।

ডোরাকাটা এবং জ্যামিতিক গালিচা

ঘরকে উজ্জ্বল সাজ দিতে প্যাস্টেল রঙের জ্যামিতিক প্যাটার্নের কার্পেট বেছে নিন। হালকা সবুজ, হালকা নীল রঙের ডোরাকাটা গালিচা আপনার বসার ঘরের সাজে নতুনত্ব আনতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement