Ruturaj Gaikwad on CSK Loss in IPL 2025

ধোনির দলে সতীর্থকে দোষারোপ! জোড়া হারের পর ব্যর্থ ক্রিকেটারকে নিশানা অধিনায়ক রুতুরাজের

পর পর দু’ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। এই হারের পর দলের এক ক্রিকেটারকে নিশানা করেছেন রুতুরাজ গায়কোয়াড়। সরাসরি নাম না করলেও ব্যর্থতার দায় তাঁর দিকেই দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১১:৫৩
Share:
cricket

রুতুরাজ গায়কোয়াড়। —ফাইল চিত্র।

প্রথম ম্যাচ জেতার পর আইপিএলে দু’ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস। রবিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। এই হারের পর দলের এক ক্রিকেটারকে নিশানা করেছেন রুতুরাজ গায়কোয়াড়। সরাসরি নাম না করলেও ব্যর্থতার দায় তাঁর দিকেই দিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক।

Advertisement

ম্যাচ শেষে রুতুরাজ জানিয়েছেন, ওপেনিং তাঁদের সমস্যায় ফেলেছে। গত কয়েক বছর রুতুরাজ ওপেন করতেন। এ বার তিন নম্বরে খেলছেন তিনি। ওপেনার হিসাবে খেলানো হচ্ছে রাহুল ত্রিপাঠীকে। কিন্তু তিনটি ম্যাচেই রান পাননি ত্রিপাঠী। রাজস্থানের বিরুদ্ধে ৩০ রান করলেও প্রথম দু’টি ম্যাচে ২ ও ৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। রুতুরাজের মুখে সেই কথাই শোনা গিয়েছে।

চেন্নাইয়ের অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলে রাখত অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই মরসুম থেকে আমি মিডল অর্ডারে খেলব। কারণ, যে রকম পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলতে হবে। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান করবে।”

Advertisement

সেই পরিকল্পনা খাটেনি বলেই জানিয়েছেন রুতুরাজ। তিনি বলেন, “সে যাই হোক, প্রতিটা ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারেই নামতে হচ্ছে। আমরা নিলামের সময় ঠিক করে নিয়েছিলাম, আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু সেটা হচ্ছে না। ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।”

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রুতুরাজের কথা থেকে স্পষ্ট, ত্রিপাঠী ভাল খেলতে না পারায় সমস্যায় পড়েছে দল। অপর ওপেনার রাচিন রবীন্দ্র রাজস্থানের বিরুদ্ধে শূন্য রানে আউট হলেও আগের দুই ম্যাচে রান করেছেন। তিনি চেন্নাইয়ের পুরনো ক্রিকেটার। ফলে অধিনায়কের ইঙ্গিত নবাগতের দিকেই। এখন দেখার, পরের ম্যাচে চেন্নাই জয়ে ফিরতে পারে কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement