—প্রতীকী ছবি।
১০০ কোটির মালিক ভারতীয় ধনকুবেরদের মিলিত সম্পত্তির পরিমাণ সৌদি আরবের অর্থনীতির চেয়ে বেশি! নতুন অর্থবর্ষ (পড়ুন ২০২৫-’২৬) শুরু হওয়ার মুখে প্রকাশিত হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য। শুধু তা-ই নয়, গত বছরের নিরিখে দেশে বেড়েছে ১০০ কোটির মালিক ধনকুবেরের সংখ্যা। ফলে ভারতের মোট বিলিয়নিয়ারের অঙ্ক ২৮৪তে গিয়ে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩ বেশি বলে জানা গিয়েছে।
সম্প্রতি ‘দ্য হুরুন গ্লোবাল রিচ লিস্ট, ২০২৫’-এ প্রকাশিত হয়েছে বিশ্বের ধনকুবেরদের তালিকা। সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এ দেশের ধনকুবেরদের হাতে রয়েছে মোট ৯৮ লক্ষ কোটির সম্পত্তি। টাকার অঙ্কটা ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি) প্রায় এক তৃতীয়াংশ বলে জানিয়েছেন সমীক্ষকেরা।
মজার বিষয় হল, এ দেশের ১০০ কোটির বেশি মালিক ধনকুবেরদের হাতে থাকা মোট সম্পদের পরিমাণ সৌদি আরবের জিডিপিকে ছাপিয়ে গিয়েছে। কিছু দিন আগেই পশ্চিম এশিয়ার দেশটির আর্থিক বৃদ্ধির সম্ভাব্য হার প্রকাশ করে বিশ্ব ব্যাঙ্ক। সেখানে বলা হয়েছে, ২০২৫-’২৬ অর্থবর্ষে আরব মুলুকটির জিডিপির পরিমাণ দাঁড়াবে ৯১.৩৫ লক্ষ কোটি টাকা। এ ক্ষেত্রে অবশ্য এক ডলারের মূল্য ৮৫.৫৯ টাকা থাকবে বলে ধরে নিয়ে এই হিসাব কষেছে বিশ্ব ব্যাঙ্ক।
‘দ্য হুরুন গ্লোবাল রিচ লিস্ট, ২০২৫’ জানিয়েছে, গত বছরের নিরিখে ১০০ কোটির মালিক ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সমীক্ষক সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক আনাস রহমান জুনাইদ। তাঁর কথায়, ‘‘ভারতীয় ধনকুবেরদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ লক্ষ কোটি ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। তাঁদের মোট ৬২ শতাংশ সম্পদ বৃদ্ধি পেয়েছে।’’ একে ভারতীয় অর্থনীতির ইতিবাচক প্রবণতা বলে উল্লেখ করেছেন তিনি।
২০২২ সালে এ দেশের ১০০ কোটির মালিক ধনকুবেরের সংখ্যা ছিল ২৪৯। কিন্তু ২০২৩ সালে সেটা ১৮৭-তে নেমে আসে। গত বছর ফের তা বেড়ে ২৭১-এ পৌঁছয়। চলতি বছরে এটি ৩০০ ছাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
ধনকুবেরদের সংখ্যার নিরিখে বর্তমানে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ দেশের সামনে রয়েছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন। ভারতীয় ধনকুবেরদের গড় বয়স ৬৮ বছর। দুনিয়ার নিরিখে যা সামান্য বেশি। বিশ্বব্যাপী ধনকুবেরদের গড় বয়স অবশ্য ৬৬ বছর। অর্থাৎ, জীবন-সায়াহ্নে পৌঁছে ১০০ কোটির মালিক হচ্ছেন এ দেশের বিলিয়নেয়াররা।
এ বছর ভারতের সর্বকনিষ্ঠ ধনকুবের হিসাবে খবরের শিরোনামে এসেছেন ‘রাজ়োরপে’-র সহ-প্রতিষ্ঠাতা শশাঙ্ক কুমার এবং হর্ষিল মাথুর। তাঁদের দু’জনেরই বয়স ৩৪ বছর। অন্য দিকে একই পরিমাণ সম্পত্তি রয়েছে চিনা বিলিয়নেয়ার ওয়াং জ়েলঙের কাছে। মাত্র ২৯ বছর বয়সেই ৮,৬৪৩ কোটির মালিক হয়েছেন তিনি।