হৃদরোগীদের বেলায় করোনার ঝুঁকি বেশি। ছবি: শাটারস্টক।
হৃদরোগ থাকলে করোনার সংক্রমণের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের দাবি তেমনটাই। তা বলে অহেতুক ভয় পাবেন না। বরং আস্থা রাখুন এমন কিছু নিয়মে যা হৃদরোগ থাকলেও সুস্থ থাকতে সাহায্য করবে।
মানছি, সংক্রমণের আশঙ্কা আপনার একটু বেশি। কিন্তু এতটাও বেশি নয় যে যার জেরে ভয়ে জীবনযাপন দুর্বিসহ হয়ে যায়। স্রেফ নিয়ম মানুন। একেবারে নিয়মমাফিক চলতে হবে এবং যোগাযোগ রাখতে হবে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে।
বিপদ কাদের বেশি
• যাঁদের হার্টের পাম্প করার তুলনায় ক্ষমতা কম, তাঁদের শরীরে অক্সিজেন একটু কম যায়। কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও।
• যাঁদের পেসমেকার বসেছে বা হার্টের একমুখী দরজা বা ভাল্ভ পাল্টানো হয়েছে, তাঁদেরও সংক্রমণের আশঙ্কা বেশি থাকে।
• হৃদরোগের রিস্ক ফ্যাক্টর যেমন, বেশি ওজন, ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস ইত্যাদি থাকলেও সমস্যা আছে।
• একাধিক রিস্ক ফ্যাক্টরের সঙ্গে হৃদরোগ থাকলে বিপদের আশঙ্কা বাড়ে বলাই বাহুল্য।
আরও পড়ুন: করোনা-আতঙ্কে ভুগছেন? মন শান্ত রাখুন এ সব উপায়ে
কী ভাবে রোজ মাস্ক পরিষ্কার করবেন?
পেসমেকার থাকলে সাবধানতা বাড়ান।
হৃদরোগবিশেষজ্ঞ দেবব্রত রায় জানিয়েছেন, ‘‘কোভিড-১৯-এর সংক্রমণে শ্বাসনালী ও ফুসফুসের উপরই চাপ বেশি পড়ে। অক্সিজেনের ঘাটতি হয়ে শ্বাসকষ্ট হয়। এতে হার্টের উপর চাপ আরও বাড়ে। অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম হয়ে বাড়ে জীবন সংশয়ের আশঙ্কা। সেপটিক শকেও চলে যেতে পারেন রোগী।”
কাজেই সাবধান হয়ে চলার কোনও বিকল্প নেই। কী ভাবে ও কতটা সাবধানতা জরুরি?
• রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য যে সমস্ত ওষুধ খেতে হয়, তা খেয়ে যান নিয়মিত। এর মধ্যে কোনও ওষুধে কোভিড সংক্রমণের আশঙ্কা বাড়ে কি না, বাড়লে কী করনীয় তা জেনে নিন বিশেষজ্ঞের কাছে।
• বাড়িতে কারও জ্বর-সর্দি-কাশি হলে, তাঁর থেকে অনেকটা দূরে থাকুন।
• বাড়ির বাইরে না যাওয়ার নিয়ম মেনে চলুন অক্ষরে অক্ষরে।
• হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখার যে সাধারন নিয়ম আছে তা মেনে চলুন।
• শরীরচর্চা বন্ধ করবেন না। সম্ভব হলে ভোরে বা সন্ধের সময় ছাদে হাঁটুন।
• যোগব্যায়াম ও ব্রিদিং এক্সারসাইজ করুন। প্রয়োজনে অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জেনে নিন কী করতে হবে না হবে।
• সহজপাচ্য পুষ্টিকর খাবার খান, অল্প করে বারে বারে খান।
• অকারণে মাস্ক পরে বসে থাকার দরকার নেই।
• হঠাৎ করে বুকে চাপ, শ্বাসকষ্ট হলে বা মাথা ঘুরে গেলে বা জ্ঞান হারালে হার্টের চিকিৎসা হয় এমন হাসপাতালে নিয়ে যান রোগীকে। যদি কোভিড সংক্রমণ হয়েও থাকে সেখানকার চিকিৎসকরা আমেরিকান কলেজ অব কার্ডিওলজি চিকিৎসার যে গাইডলাইন করে দিয়েছেন, সেই অনুযায়ীই চিকিৎসা করবেন, ভয় নেই।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)