প্রতীকী ছবি।
পুজোর সময়ে নানা ধরনের খাবার খাওয়ার ইচ্ছা হয়। পরিবারের সকলে বা বন্ধুরা একসঙ্গে বেরোলে তাই মুশকিলও কম হয় না। কারণ, একটি জায়গায় গেলে এক জনের মন ভরবে তো অন্যের ভরবে না। তবে এই সমস্যার সমাধান হতে পারে সহজেই। এমন একটি জায়গায় যাওয়া যাক, যেখানে নানা জনের নানা পছন্দের খাবার পাওয়া যাবে। বিদেশি স্বাদ থেকে কলকাতার ঘরোয়া খাবার, সব যেন থাকে তাতে। আমিষ-নিরামিষ, রকমারি রান্নার সম্ভার সেখানে।
প্রতীকী ছবি।
কোথায় আছে এমন রেস্তঁরা? খুব দূরে নয়। শহরের কেন্দ্রস্থল। পার্ক স্ট্রিটে। নাম ‘হ্যামার’। ছাদের উপর, ছড়ানো সবুজ পরিবেশে বসেই সেখানে চেখে দেখা যায় তন্দুরি ব্রকোলি, দহি লসুনি চিকেন কবাব থেকে গ্রিলড প্রন, শেজওয়ান চিকেন সিজলার। মিষ্টিমুখের জন্য সেখানে চেখে দেখা যায় মোল্টেন চকোলেট কেক, চকোলেট ওরিও মুজ ডোম।
পুজোর যে কোনও দিন পার্ক স্ট্রিটে চলে গেলেই হল। দেশি বা আর্ন্তজাতিক, যে কোনও ধরনের খাদ্য নিয়েই সেখানে জমতে পারে আড্ডা।