Google

Interview Warmup: চাকরির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন? সাহায্য করবে গুগলের নয়া ওয়েবসাইট

গুগল মেশিন লার্নিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার করেই এই ওয়েবসাইটের নকশা তৈরি করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৮:১৩
Share:

নয়া ওয়েবসাইটটির সাহায্যে কোনও ব্যক্তি চাইলে ইন্টারভিউ দেওয়ার আগেই তাঁর প্রস্তুতিপর্ব সারতে পারে। ছবি: সংগৃহীত

‘ইন্টারভিউ ওয়ার্মআপ’ নামের এক নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে গুগল। মূলত চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই নতুন ওয়েবসাইটটি চালু করা হয়েছে। অনেকেই চাকরির ইন্টারভিউ দেওয়ার সময়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করেন। নয়া ওয়েবসাইটটির সাহায্যে কোনও ব্যক্তি চাইলে ইন্টারভিউ দেওয়ার আগেই তাঁর প্রস্তুতিপর্ব সারতে পারে।

Advertisement

গুগল মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তি ব্যবহার করেই এই ওয়েবসাইটের নকশা করেছে। ওয়েবসাইটে গেলেই গুগলের তরফ থেকে ইন্টারভিউ সংক্রান্ত নানা ধরনের প্রশ্ন করা হবে। শুধু প্রশ্ন করাতেই সীমিত থাকছে না এই ওয়েবসাইট, ব্যক্তির উত্তরের ভিত্তিতে পাল্টা প্রশ্নও করা হচ্ছে।

এক জন ব্যবহারকারী যখন ওয়েবসাইটে অনুশীলন শুরুর অপশনে ক্লিক করবেন, তখন গুগল মোট ছ’টি বিভাগের একটি পেজ দেখাবে। সেখান থেকে ব্যবহারকারী তার পছন্দের বিভাগ নির্বাচন করতে পারবে। এক বার নির্বাচনের পর ব্যবহারকারীকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে গুগলের পক্ষ থেকে উত্তরগুলির মূল্যায়নও করা হবে। সব শেষে সেই প্রশ্নের আদর্শ উত্তর কী হওয়া উচিত, সেই হদিসও দেবে গুগল। গুগলের মতে, প্রতিটি বিভাগের জন্য যে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে, তা বিশেষজ্ঞদের তত্ত্বাবোধনেই করা হয়েছে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement