পরেশ মাইতির পেন্টিং নিয়ে সিমা গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীর নাম ‘নয়েজ অব মেনি ওয়াটার্স...’। শিল্পীর আঁকা ১২০টি ছবি থাকছে প্রদর্শনীতে। সঙ্গে আছে একটি ইনস্টলেশন ও পরেশের তৈরি একটি ফিল্ম।
জলে কাগজের নৌকো আর গোলাপের পাঁপড়ি ভাসিয়ে শুরু হল প্রদর্শনী। ছবিতে রয়েছেন (ডান দিক থেকে) মুনমুন সেন, পরেশ মাইতি, অপর্ণা সেন, রাখী সরকার, প্রতীতি বসু সরকার।
প্রথম নৌকো ভাসালেন অপর্ণা সেন। প্রথমেই জানিয়ে দিলেন, একটিতে মন ভরবে না। একসঙ্গে তিনটি ভাসাবেন তিনি।
পরেশ মাইতির ছবির বই প্রকাশ করলেন মুনমুন সেন।
সূচনা অনুষ্ঠানের শেষে আড্ডায় মাতলেন দুই তারকা।
প্রদর্শনী দেখতে তমলুক থেকে এসেছেন শিল্পীর মা ও বোন। সঙ্গে রয়েছেন স্ত্রী জয়শ্রী বর্মণ।
জল রঙে আঁকা ছবির পাশাপাশি, প্রদর্শনীতে রয়েছে পরেশ মাইতির স্কেচ এবং লাইন ড্রয়িংও।
পরেশ মাইতির প্রদর্শনীর সূচনা উপলক্ষে এসে গল্পে মাতলেন শিল্পী যোগেন চৌধুরী।
শিল্পপতি হর্ষ নেওটিয়ার সঙ্গে পরেশ ও জয়শ্রী।
প্রদর্শনী ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। সঙ্গে সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকার।
প্রদর্শনী দেখার ফাঁকে জমল আড্ডা।
পরেশ তাঁর খুব পছন্দের শিল্পী। তাই গল্প-আড্ডার ফাঁকে একাই কিছু ক্ষণ গ্যালারি ঘুরে দেখলেন অপর্ণা সেন।