Trimmer Buying Tips

জন্মদিনে প্রিয়জনকে ‘ট্রিমার’ উপহার দেবেন? অনলাইনে সেই যন্ত্রটি কেনার আগে কী কী মাথায় রাখবেন?

পুরুষদের ব্যবহারের এই ট্রিমার সম্পর্কে বিশেষ ধারণা নেই। দোকানে গিয়ে কিনতে গেলে অনেক ঝক্কি। তার চেয়ে অনলাইনে অর্ডার দেওয়া অনেক সহজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ১০:৪৮
Share:

অনলাইনে ট্রিমার কিনবেন? ছবি: সংগৃহীত।

রোদচশমা, ঘড়ি, ওয়ালেট, সুগন্ধি, নামী সংস্থার পোশাক বা ট্রাউজ়ার্স— উপহার হিসাবে মন্দ নয়। কিন্তু প্রিয় মানুষটির জন্মদিনে প্রতি বছর ঘুরিয়ে-ফিরিয়ে প্রায় সবগুলোই দিয়েছেন। এ বছর নতুন কী দেওয়া যায়, তা ভাবতে বসে হঠাৎ মনে পড়ল ট্রিমারের কথা। রেজ়ার, কাঁচির ঝক্কি ছাড়াই দাড়ি কাটার (বলা ভাল ছাঁটার) সহজ উপায়।

Advertisement

কাজের চাপে সালোঁয় যাওয়ার সময় হয় না। শখ করে দাড়ি রেখেছেন। সাত-পাঁচ ভেবে দেখা গেল, উপহার হিসাবে এই যন্ত্রটি মন্দ নয়। যদিও পুরুষদের ব্যবহারের এই জিনিসটি সম্পর্কে বিশেষ ধারণা নেই। দোকানে গিয়ে কিনতে গেলে অনেক ঝক্কি। তার চেয়ে অনলাইনে অর্ডার দেওয়া অনেক সহজ। কিন্তু, বাজারে তো বিভিন্ন মানের এবং দামের ট্রিমার পাওয়া যায়। কেনার আগে কোন কোন বিষয় জেনে রাখা প্রয়োজন?

১) ব্যাটারি কেমন?

Advertisement

কোনও বৈদ্যুতিন যন্ত্র কেনার প্রাথমিক শর্ত হল তার ব্যাটারির আয়ুষ্কাল কেমন, তা দেখে নেওয়া। বাক্সের গায়ে সে সব তথ্য বিস্তারিত লেখা থাকে। তবু ট্রিমার কেনার আগে দেখে নিতে হবে ঘণ্টাখানেকের মধ্যে ব্যাটারি পুরোপুরি চার্জ হয় কি না। এক বার চার্জ দিলে খুব কম করে হলেও সপ্তাহখানেক ট্রিমারে চার্জ থাকার কথা। কেনার সময় তা বোঝা না গেলেও মোটামুটি ভাল সংস্থার ট্রিমার এক বার চার্জ দিলে একটানা অন্তত ৮০ মিনিট পর্যন্ত ব্যবহার করা যায়।

২) ব্লেড:

ট্রিমারের মস্তিষ্ক যদি ব্যাটারি হয়, তা হলে ব্লেড হচ্ছে ট্রিমারের মেরুদণ্ড। তাই অনলাইন বা অফলাইন— যখনই ট্রিমার কিনুন না কেন, ব্লেড সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। দাড়ির ঘনত্ব অনুযায়ী ব্লেডেরও বিভিন্ন ধরন হয়। সে বিষয়ে আগে থেকে একটু জেনে রাখা প্রয়োজন। এ ছাড়া আরও দু’টি বিষয় দেখে নিতে হবে। প্রথমত, ব্লেডে মরচে পড়ে কি না। কারণ, স্টিল বা দামি টাইটানিয়ামের ব্লেড হলেও অনেক সময়ে মরচে পড়ে। সুতরাং, সে বিষয়ে আগে থেকে সচেতন থাকতে হবে। কেনার আগে দেখে নিতে হবে ‘ওয়ার‌্যান্টি’র সময়সীমা।

দ্বিতীয়ত, অনেক ট্রিমারের ব্লেড নিজে থেকেই ধারালো হয়ে যায়। যে সংস্থার ট্রিমার কিনছেন সেটিতেও এমন সুবিধা রয়েছে কি না, দেখে নিতে হবে। তাতে ট্রিমার যেমন দীর্ঘ দিন ভাল থাকবে, তেমন ব্যবহার করার সময়ে আঘাত লাগার আশঙ্কাও থাকবে না।

ট্রিমার কেনার আগে কোন কোন বিষয় জেনে রাখা প্রয়োজন? ছবি: সংগৃহীত।

৩) কর্ডলেস কি না?

ব্যবহারের সুবিধা থাকলেও অনেকেই মনে করেন, কর্ড দেওয়া যন্ত্রের আয়ুষ্কাল কর্ডবিহীন যন্ত্রের চেয়ে বেশি। সে কথা যে একেবারে ভুল, তা নয়। তবে দাড়ি কাটার সময়ে হঠাৎ লোডশেডিং হলে কিন্তু বিপদে পড়বেন। আবার, স্নানঘরে আয়নার ধারপাশে সুইচবোর্ড না থাকলেও কিন্তু সমস্যা হতে পারে। তার চেয়ে বরং একটু বেশি দাম দিয়ে ব্যাটারি এবং বিদ্যুৎ দু’ধরনের সুবিধা রয়েছে, এমন ট্রিমার কেনাই ভাল।

৪) দাম

ভাল জিনিস কিনতে গেলে একটু বেশি খরচ হবেই। তা হোক কিন্তু ট্রিমার কেনার আগে যে যে সুবিধা চাইছেন, সবটা পূরণ হচ্ছে কি না, ভাল করে যাচাই করে নেবেন। অনলাইন বিভিন্ন সাইটে একই জিনিসের দামের হেরফের হতে পারে। কেনার আগে বিশ্বাসযোগ্য সব সাইটে ঢুঁ মেরে নিতে পারেন।

৫) সংস্থা

বাজারে নানা ধরনের ট্রিমার পাওয়া যায়। তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেই অনুযায়ী দামও কম-বেশি হতে পারে। অনলাইনে ‘ভেগা’, ‘বম্বে শেভিং কোম্পানি’, ‘নোভা’, ‘হ্যাভেলস্’, ‘বিয়ার্ডু’, ‘শাওমি’, ‘মর্ফি রিচার্ডস’-এর মতো পকেটসই ট্রিমার যেমন পাওয়া যায়, তেমন ‘ফিলিপস্’, ‘প্যানাসনিক’, ‘ব্রাউন’, ‘এমআই’, ‘মেনহুড’-এর মতো উন্নত মানের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ট্রিমারও পাওয়া যায়। দাম ৭০০ টাকা থেকে ৭০০০ টাকার মধ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement