—প্রতীকী ছবি।
ছোট থেকে শুনে এসেছেন, সময়ের গুরুত্ব বুঝতে হবে। কিন্তু তত দিন বুঝতে পারেননি, যত দিন না নিজের কর্মক্ষেত্র হল। ঘরে-বাইরে নানা রকম দায়-দায়িত্ব সামলাতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়। কিছুতেই সময়ের মধ্যে কাজ শেষ করে উঠতে পারেন না। পেশার ক্ষেত্রে তো বটেই, তার প্রভাব গিয়ে পড়ে ব্যক্তিগত জীবনেও। সব কাজ একসঙ্গে সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়। ঘড়ির সঙ্গে রীতিমতো দৌড়তে হয়। তবে অভিজ্ঞেরা বলছেন, কয়েকটি বিষয় জানা থাকলে সব কাজ সামাল দিতে পারবেন।
১) রোজের রুটিন তৈরি করে রাখুন
ঘরে-বাইরে সব কাজ একসঙ্গে সামাল দিতে গেলে আগে থেকে পরিকল্পনা করে রাখা জরুরি। প্রয়োজন হলে ডায়েরির পাতায় কী কী করতে হবে, তা সাজিয়ে গুছিয়ে লিখে রাখুন। লিখে রাখলে ভুলে যাওয়ার সম্ভাবনা কম।
২) কাজের গুরুত্ব বুঝতে হবে
কোন কাজটি আগে করা প্রয়োজন আর কোনটি পরে, তা নিজেকে বুঝতে হবে। সেই বুঝে কাজের তালিকা তৈরি করে নিতে হবে। না হলে জরুরি কাজ পড়ে থাকবে।
৩) ধারাবাহিকতা বজায় রাখতে হবে
একটি কাজ শেষ না করে অন্য কাজে হাত দেবেন না বা বিরতি নেবেন না। আবার একঘেয়েমি কাটাতে অনেকেই কাজের ফাঁকে সমাজমাধ্যমে ঢুঁ দিয়ে আসেন। এই অভ্যাসের ফলে কাজের গতি শ্লথ হয়ে যায়।
৪) একসঙ্গে সব কাজ করার চেষ্টা করতে যাবেন না
একসঙ্গে অনেক কাজ করার ক্ষমতা থাকলে ভাল। কিন্তু যদি সেই দক্ষতা না থাকে, সে ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কম। তার চেয়ে বরং এক একটি করে কাজ শেষ করার চেষ্টা করুন। তাতে সময় এবং শ্রম, দুই-ই বাঁচবে।
৫) বিরতিও নিতে হবে
একটি কাজ শেষ করে অন্য কাজে যাওয়ার মাঝে বিরতি নেওয়া জরুরি। পর্যাপ্ত বিশ্রাম না নিলে মাথা কাজ করবে না। তখন কোনও কাজই ঠিক মতো হবে না।