Immunity Booster

৫ কারণ: কেন শীত পড়ার আগে থেকেই খেতে শুরু করতে হবে কমলালেবু

শীতের শুরু থেকেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জোগান দিতে চান। যাতে চট করে ঠান্ডা না লাগে। সারা শীতে সংক্রমণজনিত সমস্যায় ভুগতে না হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৩ ২১:০৯
Share:

শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কমলালেবু। ছবি: সংগৃহীত।

এখনও তেমন শীত পড়েনি। তবু বাজারে কমলালেবুর আনাগোনা শুরু হয়ে গিয়েছে। সকালে জলখাবার খাওয়ার পরে কিংবা অফিসে কাজের মাঝে কমলালেবুর কোয়া মুখে পুরে দিচ্ছেন অনেকেই। স্বাস্থ্য সচেতন যাঁরা, তাঁরা আবার শীতের শুরু থেকেই শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জোগান দিতে চান। যাতে চট করে ঠান্ডা না লাগে। সারা শীতে সংক্রমণজনিত সমস্যায় ভুগতে না হয়। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কমলালেবু। নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও থাকে না। আর কী কী কারণে কমলালেবু খাওয়া যায়?

Advertisement

১) রোগ প্রতিরোধের জন্য

কমলালেবুতে ভিটামিন সি ছাড়াও ক্যালশিয়াম, পটাশিয়াম, ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন এ এবং বি রয়েছে। এই সমস্ত উপাদান রোগ প্রতিরোধ বাড়িয়ে তুলতে সাহায্য করে।

Advertisement

২) মস্তিষ্কের জন্য ভাল

কমলালেবুর মধ্যে রয়েছে ফ্ল্যাবনয়েড্‌স। যা আসলে এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। নিয়মিত কমলালেবুর রস খেলে মস্তিষ্কের স্নায়ুর জটিল রোগ অ্যাঝাইমার্স, ডিমেনশিয়া কিংবা পার্কিনসন্সের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

৩) চোখের জন্য ভাল

চোখ ভাল রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ভিটামিন এ। তবে পুষ্টিবিদেরা বলছেন, কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন সি এবং বিটা-ক্যারোটিন চোখের যত্ন নিতে পারে।

৪) ত্বকের জন্য ভাল

কমলালেবুর মধ্যে ভিটামিন সি-র পরিমাণ সবচেয়ে বেশি। তাই ত্বকের যত্নে ভিটামিন সি যুক্ত সিরাম, ক্রিম মাখার পাশাপাশি কমলালেবু খাওয়ার অভ্যাস করতে বলেন পুষ্টিবিদেরা।

৫) হার্টের জন্য ভাল

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, কমলালেবু খেলে হার্টের জটিল কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক কম। কারণ, এই লেবুর মধ্যে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement