শেষ পর্যন্ত নস্ট্যালজিয়ার হাত ধরে ভারতে ফিরে এল নোকিয়া ৩৩১০। বিশ্বের বেশির ভাগ দেশে লঞ্চ করেছিল আগেই। কিন্তু ভারতীয় ক্রেতাদের কাছে এত দিন অধরাই ছিল নোকিয়া ৩৩১০-র এই নতুন মডেল। এইচএমডি গ্লোবাল-এর তরফে আগেই জানানো হয়েছিল, মে মাসের মাঝ বরাবর ভারতে আসবে এই ফোন। সংস্থা সূত্রে খবর, ১৮ মে থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে ৩৩১০।
এত দিন পর্যন্ত নোকিয়া-প্রেমীদের মনে একটাই প্রশ্ন ছিল, ভারতের বাজারে কত দাম ধার্য হতে চলেছে এই ফোনের? অবশেষে পাওয়া গেল সেই উত্তর। সংস্থার তরফে জানানো হয়েছে, মডেল নম্বরের সঙ্গে মিলিয়ে নোকিয়া ৩৩১০-র দাম রাখা হয়েছে ৩৩১০।
আরও পড়ুন: এমপি ৩-তে আর বাজবে না গান!
সুতরাং আর মাত্র দু’দিনের অপেক্ষা। তার পরেই পছন্দের নোকিয়া ৩৩১০ পকেটস্থ করতে পারবেন গ্রাহকেরা। দোকানে যাওয়ার আগে আরও এক বার ঝালিয়ে নিন নোকিয়া ৩৩১০ সম্পর্কে।