Tips to lock fragrances

দামি সুগন্ধির সৌরভও দীর্ঘ ক্ষণ গায়ে থাকে না! তা স্থায়ী করার সহজ ৫ কৌশল রইল এখানে

বডি স্প্রে, পারফিউম, মিস্ট, আতর— সবই মেখে দেখেছেন। কোন কিছুর গন্ধই দীর্ঘস্থায়ী হয় না। সুগন্ধির সৌরভ ধরে রাখার বেশ কিছু কৌশল রয়েছে। জেনে নিন সেগুলি কী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৭:০২
Share:
দীর্ঘ ক্ষণ সৌরভ ছড়ানোর টোটকা।

দীর্ঘ ক্ষণ সৌরভ ছড়ানোর টোটকা। —ছবি: সংগৃহীত।

যতই স্নান করুন, গরমকালে ঘামে গন্ধ হবেই। রাস্তাঘাটে এই কারণে বিপদে পড়তে হয়। অস্বস্তি এড়াতে দাম দিয়ে গুচ্ছ গুচ্ছ সুগন্ধিও কেনেন। যেমন ভাবে বিজ্ঞাপনে দেখানো হয়, তেমন ভাবেই শরীরের চারপাশে সুগন্ধি ছড়িয়ে নেন। সারা ঘরে গন্ধ ছড়ায়, সকলেই তার ঘ্রাণ পান। কিন্তু ঘর থেকে বেরিয়ে গেলেই তার রেশ কেটে যায়। অফিস পৌঁছোনোর আগে মাঝরাস্তাতেই গন্ধ উবে যায়। বডি স্প্রে, পারফিউম, মিস্ট, আতর— সবই মেখে দেখেছেন। কোন কিছুর গন্ধই দীর্ঘস্থায়ী হয় না। সুগন্ধির সৌরভ ধরে রাখার বেশ কিছু কৌশল রয়েছে। জেনে নিন সেগুলি।

Advertisement

১) দেহের যে যে অংশে সুগন্ধি মাখবেন, আগে সেখানে ভাল করে ময়েশ্চারাইজ়ার মেখে নিন। এই টোটকা সহজে সুগন্ধির ঘ্রাণ ফিকে হতে দেবে না।

২) যে ধরনের সুগন্ধি মাখছেন, ওই একই রকম গন্ধযুক্ত সাবান, বডি লোশন, মিস্ট ব্যবহার করা যেতে পারে। স্নানের পরেও অনেক ক্ষণ পর্যন্ত সৌরভ ম-ম করবে আপনার চারপাশে।

Advertisement

৩) স্নানের পর পরই সুগন্ধি মেখে নিতে পারেন। ধুলো-ময়লাবিহীন, পরিষ্কার ত্বক সুগন্ধ ধরে রাখতে সাহায্য করে।

৪) শুধু বাহুমূলে নয়, গলায় জড়ানো স্কার্ফ কিংবা ওড়নাতেও সুগন্ধি ছড়িয়ে রাখুন। পুরুষেরা শার্টের কলার, কাফ-এ আলাদা করে সুগন্ধি স্প্রে করে রাখতে পারেন।

৫) অনেকেই হয়তো জানেন না, সুগন্ধি মাখার নির্দিষ্ট কিছু জায়গা আছে। সেই অংশগুলিতে পারফিউম মাখলে সুগন্ধ দীর্ঘস্থায়ী হবে। কানের দু’পাশে, দু’হাতের কব্জিতে, নাভিতে, হাঁটুর পিছন দিকে সুগন্ধি মেখে দেখুন, কাজ হয় কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement