Foods for Better Sleep

সারা দিন ঝিমুনি আসে, কিন্তু রাত হলেই ঘুম উধাও? দু’চোখের পাতা এক করতে খেতে পারেন ৩ খাবার

ঘুমের ওষুধ খেয়ে ঘুমোনোর বদলে স্বপ্নের দেশে পৌঁছতে ভরসা রাখতে পারেন কিছু খাবারের উপর। রাতে ঘুম না এলে সেগুলি খেয়ে দেখতে পারেন। এক ঘুমে ভোর হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১৮:৫৬
Share:

ওষুধ নয়, খাবার খেয়ে ঘুমোনোর চেষ্টা করুন। ছবি: সংগৃহীত।

সারা দিনের ব্যস্ততা, পরিশ্রম শেষে একরাশ ক্লান্তি নিয়ে বাড়ি ফিরতেই ঘুমে জড়িয়ে আসে চোখ। বাইরের পোশাক না বদলেই বিছানার নরম গদিতে ডুবে যেতে ইচ্ছা করে। ঘুমচোখে রাতের খাবার কোনও মতে খেয়ে বিছানায় আসতেই অদ্ভুত ভাবে ঘুম উধাও হয়ে যায়। সারা রাত বিছানায় এ পাশ-ও পাশ করেও ঘুম আর ফেরে না। ঘুমের জন্য মরিয়া চেষ্টা করেও দু’চোখের পাতা এক করা যায় না। দীর্ঘ দিন এমন চলার পর অনেকেই ঘুমের ওষুধ খাওয়া শুরু করেন। তবে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোনোর বদলে স্বপ্নের দেশে পৌঁছতে ভরসা রাখতে পারেন কিছু খাবারের উপর। রাতে ঘুম না এলে সেগুলি খেয়ে দেখতে পারেন। এক ঘুমে ভোর হবে।

Advertisement

ডার্ক চকোলেট

ঘুম আসছে না বলে বিছানায় শুয়ে ছটফট করার বদলে ফ্রিজ খুলে এক টুকরো ডার্ক চকোলেট খেতে পারেন। ঘুম চলে আসবে দ্রুত। ডার্ক চকোলেট ‘হ্যাপি হরমোন’ সেরেটোনিন ক্ষরণ করে। এই হরমোন মন শান্ত করে। ফলে ঘুম এসে যায়। পুষ্টিবিদেরাও অনিদ্রার সমস্যায় ডার্ক চকোলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

Advertisement

পিনাট বাটার

ঘুম না এলে সেই মুহূর্তে এক চামচ পিনাট বাটার খেয়ে দেখতে পারেন। কিছু ক্ষণের মধ্যেই ঘুম চলে আসবে। পিনাট বাটার রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে পেশিগুলি নমনীয় করে তোলে। পিনাট বাটারে ট্রিপটোফ্যান আছে। যা মেলাটোনিন উৎপাদন করে। মেলাটোনিন দ্রুত ঘুম আনে।

অনিদ্রার সমস্যায় কলা অত্যন্ত উপকারী। ছবি: সংগৃহীত।

কলা

অনিদ্রার সমস্যায় কলা অত্যন্ত উপকারী। কারণ এতে ম্যাগনেশিয়াম রয়েছে। এই উপাদান মেলাটোনিন উৎপাদন বৃদ্ধি করে। এ ছাড়া দেহঘড়ির ভারসাম্য বজায় রাখতেও কলার ভূমিকা অনবদ্য। ঘুম না এলে কলা খেতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement