ই-আধার পাবেন কী করে? ছবি: সংগৃহীত
নতুন সিম চালু করা থেকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। আধার নম্বর লাগে সবেতেই। এই গুরুত্বপূর্ণ নথিটি হাতের নাগালে থাকা ভীষণ দরকারি। কিন্তু আবার এটা এতটাই গুরুত্বপূর্ণ যে, রাস্তায় বেরিয়ে কোনওভাবে হারিয়ে গেলে বা খোওয়া গেলে ঝামেলার একশেষ। তাই মোবাইলে আগে থেকেই নামিয়ে রেখে দিন বিকল্প ই-আধার। আধারের এই ডিজিটাল সংস্করণটি মোবাইলে রাখলে সুবিধে আপনারই। জেনে নিন কী ভাবে এই ই-আধার নামাবেন।
কী ভাবে ই-আধার ডাউনলোড করবেন?
১) ই-আধার ডাউনলোড করতে হলে ইউআইডিএআই-এর ওয়েবসাইট https://uidai.gov.in/-এ যান।
২) এরপর ‘মাই আধার’ হোমপেজ থেকে ‘ডাউনলোড আধার’ বিকল্পটি বেছে নিন।
৩) সেখানে ‘এনরোলমেন্ট আইডি’ ও ‘ভার্চুয়াল আইডি’— এই দুটির মধ্যে যে কোনও একটি বিকল্প বাছুন।
৪) সাবমিট করার আগে ই-আধার ডাউনলোডের জন্য সঠিক ক্যাপচা কোড লিখুন।
৫) এর পরে ‘সেন্ড ওটিপি’ বোতামে ক্লিক করলেই আপনার মোবাইল বা ই-মেলে ওটিপি আসবে। এবার ওটিপিটা বসান।
৬) সবশেষে ডাউনলোড বোতাম টিপে ই-আধার নামিয়ে নিন।
৭) ডাউনলোড ই-আধারটি খুলতে গেলে একটি নির্দিষ্ট ধরনের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি হতে হবে নামের প্রথম চারটি অক্ষর ও জন্মসাল।