Skin Care Tips

উজ্জ্বল ত্বক চান? রোজ এই পানীয়টি খান, এক মাসেই বদল টের পাবেন

এক বিশেষ ধরনের জুস বা শরবত পারে ত্বককে উজ্জ্বল করে তুলতে। জেনে নিন এই জুস কী ভাবে বানাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১১:৫৪
Share:

এই পানীয়ের অনেক গুণ। ছবি: সংগৃহীত

ত্বক উজ্জ্বল করার জন্য অনেকেই নানা কিছু করেন। কেউ দামি ক্রিম ব্যবহার করেন। কেউ বা চিকিৎসকের পরামর্শে ওষুধ খান। কিন্তু এ সব ছাড়াও ঘরোয়া পদ্ধতিতে ত্বক উজ্জ্বল করা যায়। তাও একেবারে প্রাকৃতিক উপায়ে।

Advertisement

এক বিশেষ ধরনের জুস বা শরবত পারে ত্বককে উজ্জ্বল করে তুলতে। জেনে নিন এই জুস কী ভাবে বানাবেন।

Advertisement

উপকরণ: ২টি গাজর, ১টি বিট, ১টি কমলালেবু, ১টি টমেটো, ১টি পাতিলেবু। স্বাদু করে তুলতে এর সঙ্গে কয়েক টুকরো আদাও মেশাতে পারেন।

প্রক্রিয়া: এই জুস বানানোর জন্য বিশেষ কিছু করতেও হয় না। সব উপকরণ মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিশিয়ে নিলেই হল। তার পরে কাচের গ্লাসে ঢেলে নিতে হবে। ইচ্ছে হলে ফ্রিজে রেখে অল্প সময় ঠান্ডা করে নিতে পারেন।

কী ভাবে কাজ করে: গাজর, কমলালেবুতে এমন উপাদান আছে, যা ত্বকের জন্য পুষ্টিকর এবং রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে কার্যকর। বিটে থাকা নানা উপাদান ত্বককে নরম করে দেয়। তা ছাড়া বিট রক্ত পরিশুদ্ধ করে।

কত দিন খাবেন: টানা এক মাস রোজ এক গ্লাস করে এই জুস খেতে পারেন। এক মাস পরে স্পষ্ট টের পাবেন পরিবর্তন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement