Cyber fraud

Cyber Security: ক্লিক করলেই খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এমন কোন কোন লিঙ্ক থেকে সাবধান হবেন?

অনেকেই জালিয়াতদের পাল্লায় পড়ে কেওয়াইসি-র ফর্ম ভর্তি করছেন ভেবে অ্যাকাউন্ট থেকে সব টাকা খুইয়ে বসেন। কী করে এই জালিয়াতদের হাত থেকে বাঁচবেন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২১ ১৭:৫৮
Share:

কোন ধরনের লিঙ্কে ক্লিক করলে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট? ছবি: সংগৃহীত

হালে তীব্র ভাবে বেড়ে গিয়েছে অনলাইনে জালিয়াতির পরিমাণ। অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ডেবিট কার্ড বাতিল হয়ে যাচ্ছে— এমন নানা মিথ্যা কথা বলে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে বহু জালিয়াত। হালে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘কেওয়াইসি’-র নাম করে জালিয়াতি।

অনেকেই এই সব জালিয়াতদের পাল্লায় পড়ে কেওয়াইসি-র ফর্ম ভর্তি করছেন ভেবে অ্যাকাউন্ট থেকে সব টাকা খুইয়ে বসেন। কী করে এই জালিয়াতদের হাত থেকে বাঁচবেন? কোন কোন লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না বা ঢুকবেন না, সরকারের তরফে সে বিষয়ে সাবধান করা হয়েছে। জেনে নিন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কী ভাবে।

Advertisement

• কেওয়াইসি ভেরিফিকেশনের জন্য প্রথমে ফোনে একটি লিঙ্ক পাঠানো হয়। তাতে ক্লিক করলেই একটি ওটিপি আসে। সেই ওটিপি দেওয়া মাত্রই খালি হয়ে যেতে পারে ব্যাক অ্যাকাউন্ট।

• ব্যাঙ্কের আসল ওয়েবসাইটের থেকে আলাদা এক ধরনের লিঙ্ক আসতে পারে আপনার ফোনে। চেহারাটা অনেকটা এ রকম: ‘[http://]1a4fa3e03758. ngrok [.] io/xxxxxx’। শেষের ‘xxxxxx’ অংশটিতে থাকবে আপনার ব্যাঙ্কের নাম। এমন লিঙ্কে যাবেন না।

Advertisement

• ঠকানোর জন্য এই ধরনের লিঙ্কের শেষে ফুল-কেওয়াইসি গোছের শব্দও থাকতে পারে। যেমন: ‘http://1e2cded18ece.ngrok[.]io/xxxxxx/full-kyc.php’। আগের মতোই ‘xxxxxx’ অংশটিতে থাকবে আপনার ব্যাঙ্কের নাম। এমন লিঙ্কেও যাবেন না।

• এই ধরনের জালিয়াতির লিঙ্কের শুরুতে এইচটিটিপিএস-এর বদলে শুধু এইচটিটিপি থাকে। উদাহরণ: “http://1d68ab24386.ngrok[.]io/xxxxxx/”। এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না।

• তবে ভাববেন না, এইচটিটিপিএস থাকা মানেই পুরোপুরি নিরাপদ লিঙ্ক। এমনও বহু জালিয়াতির লিঙ্ক রয়েছে, যেখানে এইচটিটিপিএস রয়েছে। যেমন: ‘https://05388db121b8.sa.ngrok[.]io/ xxxxxx/’। এই ধরনের লিঙ্কও একই রকম বিপজ্জনক।

সামান্য অসাবধান হলেই চুরি হতে পারে টাকা।

• এই ধরনের লিঙ্ককে সাধারণত এলোমেলি অক্ষর বা সংখ্যা থাকে। তেমন দেখলেই আর যাবেন না লিঙ্কের কাছে। যেমন এটি: ‘http://1e61c47328d5.ngrok[.]io/ xxxxxx’।

• ছোট লিঙ্ক আকারে এসএমএসে আসতে পারে বড় লিঙ্কগুলোও। তাতে ক্লিক করলে বা ঢুলকেই, সেগুলি বড় লিঙ্কের আকার ধারণ করে। তখন লিঙ্কগুলি অনেকটা এমন দেখতে হয়: ‘https://0936734b982b.ngrok[.]io/ xxxxxx /’। এ ধরনের লিঙ্ক থেকে সাবধান।

• এই ধরনের লিঙ্কের শেষে অনেক সময়ে অনেকগুলি ব্যাঙ্কের নাম থাকে। যেমন: ‘https://0e552ef5b876.ngrok[.]io/ xxxxxx/’। শেষের ‘xxxxxx’ অংশটিতে থাকবে অনেকগুলি ব্যাঙ্কের নাম। এমন লিঙ্কেও যাবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement