বড়দিনে পার্টিতে যাবেন, উপহার হিসাবে কী দিতে পারেন? ছবি:ফ্রিপিক।
বহু দিন পরে দেশে ফিরেছে কলেজের বন্ধু। তড়িঘড়ি বড়দিনের পার্টির আয়োজন। যেতে হবেই। পরিবার নিয়ে অনেক বছর পরে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। কিন্তু সেই পার্টিতে কী উপহার দেবেন? নিমন্ত্রণ পেয়েছেন মাত্র দু’দিন আগে। অফিসের কাজের চাপে কিছু ভেবে ওঠা হয়নি। চটজলদি কী কিনতে পারেন?
ব্যক্তিগত ছোঁয়া: ‘পার্সোনালাইজ় গিফ্ট’-এর চল গত কয়েক বছর ধরে। তবে তা মোটেই পুরনো হয়ে যায়নি। বরং বিদেশে থাকা বন্ধুকে পুরনো দিন, চেনা শহরের কথা মনে করিয়ে তেমন কিছুই দিতে পারেন। ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার, পাথর, ক্রিস্টাল, ফ্রেম— এমন অনেক কিছুতেই ছবি, পছন্দের লেখা দিয়ে উপহার তৈরি করা হয়। শুধু ছবিটি ভাল মানের হতে হবে। ঘণ্টা দুয়েকেই এমন ধরনের উপহার তৈরি করে দেওয়া হয়।
টেক: স্মার্ট ওয়াচ, ইয়ার পড দিতে পারেন। আবার আধুনিক কোনও স্পিকার দিতে পারেন যেখানে মুখে বলেই গান চালানো থেকে নানা কাজ সহজে করা যায়।
ঘরোয়া জিনিস: কাজে লাগে এমন জিনিসও কিন্তু দেওয়া যায়। ইনসুলেটেড কফি মগ থেকে চায়ের কাপ, কাজে লাগে এমন বাসন উপহার দিতে পারেন।
খাবার: যে বাড়িতে যাচ্ছেন তিনি যদি চকোলেটপ্রেমী হন, বাড়িতে ছোট সদস্য থাকে তা হলে বিভিন্ন ধরনের চকোলেট নিয়ে যেতে পারেন। উপহার দিতে পারেন পার্সোনালাইজ় কেকও। রকমারি কুকি, ভাল ওয়াইন অনেক কিছুই রাখতে পারেন সেই তালিকায়।
বই: যে কোনও সময়, যে কোনও অনুষ্ঠানে বই দেওয়া যায়। যাঁর বাড়িতে যাচ্ছেন তিনি যদি বইপ্রেমী হন, তা হলে এর চেয়ে ভাল উপহার কিছু হতেই পারে না।
প্রসাধনী: উপহারের তালিকায় ভাল সুগন্ধি রাখতে পারেন। ইদানীং বিভিন্ন সংস্থা নানা ধরনের প্রসাধনী দিয়ে উপহারের ডালি সাজায়। তেমন কিছুও বেছে নিতে পারেন।