কিসের জন্য বিপুল অঙ্কের ক্ষতিপূরণ পেলেন মহিলা? ছবি: সংগৃহীত
প্রাক্তন প্রেমিকের সঙ্গে কোনও ধরনের সুরক্ষা ছাড়াই যৌন মিলনে লিপ্ত হয়েছিলেন আমেরিকার এক মহিলা। আর সেই সঙ্গমের পরেই যৌন রোগে আক্রান্ত হন তিনি। রোগাক্রান্ত হওয়ার পর, ক্ষতিপূরণ চেয়ে কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। এক বছরেরও বেশি সময়ের আইনি লড়াইয়ের পর অবশেষে তিন বিচারক গাড়ির বিমা সংস্থাকে প্রায় ৪০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিলেন।
আমেরিকার মিসৌরি নিবাসী ওই মহিলা ২০২১ সালে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। নিজের আবেদনে তিনি জানান, একটি গাড়িতে প্রাক্তন প্রেমিকের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন তিনি। আর সেখানেই তিনি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি-তে আক্রান্ত হন। গাড়ির বিমা সংস্থা দাবি করে, তাঁদের চুক্তিপত্রে এই ধরনের ক্ষতিপূরণের কোনও জায়গা নেই। বাধ্য হয়ে জ্যাকসন সিটি সার্কিট কোর্টের দ্বারস্থ হন ওই মহিলা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।