ভয়ের পোশাকে ভরে গেল নেটদুনিয়া ছবি: সংগৃহীত
আমাদের যেমন ভূতচতুর্দশী, বিদেশের তেমনই হ্যালউইন। এ দিন রাজ্যের ভূত-প্রেতের গল্প যেন আরও বেশি করে চাগাড়় দিয়ে ওঠে। তবে শুধু গল্পই নয়, এ দিন কল্পনার ভূত-প্রেতের আদলে তৈরি পোশাক পরার চলও আছে অনেকের মধ্যে।
এ সবই ভয়ের উদ্যাপন। এই উদ্যাপন থেকে বঞ্চিত নয় চলতি বছরও। কিন্তু এ বার হ্যালউইন-এর বিশেষ পোশাকের তালিকায় এসেছে নতুন কিছু। কী সেই জিনিস? চলতি বছরের সবচেয়ে ভয়ের জিনিসটি।
সবচেয়ে ভয়ের পোশাক
এ বছরের সবচেয়ে ভয়ের জিনিস কী? বেশির ভাগের মতেই— করোনাভাইরাস। আর এটিই এ বার হ্যালউইন-এর পোশাকের তালিকায় জনপ্রিয়তার নিরিখে স্থান পেয়েছে সবচেয়ে উপরে।
শুধু কমবয়সিদের মধ্যে নয়, বয়স্ক মানুষরাও হ্যালউইন-এর পোশাক হিসাবে কিনেছেন এটি। নেটমাধ্যমে নিজেদের মতামত জানাতে গিয়ে অনেকেই বলেছেন, এটি শুধু প্রতীকী নয়, বর্তমান সময়ে করোনাভাইরাসের চেয়ে বেশি ভয়ের আর কিছুই নেই। তাই ভয় উদ্যাপন করার দিনে এটিকেই তাঁরা আদর্শ পোশাক বলে মনে করছেন।