ছবি পিটিআই।
একে ঋতু বদল, তার উপরে করোনার হানা। ‘লকডাউন’ হওয়ার ফলে সকলে মিলে গৃহবন্দিও। চট করে ডাক্তারের কাছে যাওয়ার উপায় নেই। তাই এখন কী করবেন, কী করবেন না— এই নিয়ে বিভিন্ন বিষয়ে রইল বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ।
এই মুহূর্তে জেলায় জেলায় কোথাও পাট বোনার কাজ চলছে। কোথাও বোরো ধানে চাপান সার দেওয়ার কাজ চলছে। করোনা-আবহে মাঠে চাষবাসের সময় কৃষকেরা কী সর্তকতা নেবেন, তা নিয়ে পরামর্শ দিচ্ছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান রামতনু বন্দোপাধ্যায়।
•অন্যরা যে ভাবে সাবধানতা নিচ্ছে কৃষকদের মাঠে কাজ করার সময় একই ভাবে সতর্ক থাকতে হবে।
•জমিতে যাওয়ার সময় মুখে মাস্ক পরা দরকার। মাস্ক না থাকলে মুখে গামছা বা রুমাল বেঁধে নেওয়া উচিত। সঙ্গে নিতে হবে সাবান।
•একসঙ্গে একাধিক কৃষক পাশাপাশি কাজ করা চলবে না। অন্তত এক মিটার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
•কাজের ফাঁকে বিশ্রামের সময় কৃষকেরা যেন একসঙ্গে বসে গল্পগুজবে না মাতেন। বিশ্রাম নিতে হবে এক মিটার সামাজিক দূরত্ব বজায় রেখেই। দুপুরের খাবারের আগে অবশ্যই সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিতে হবে।
•মাঠে কাজ করার ফাঁকে খাওয়ার সময়ও একসঙ্গে বসা যাবে না। তবে এখন খাবার মাঠে না নিয়ে যাওয়াই ভাল। বাড়ি থেকে বের হওয়ার সময় খাবার খেয়ে নেওয়া ও মাঠ থেকে ফিরে খাবার খাওয়া দরকার।
•কৃষকেরা মাঠ থেকে যখন বাড়িতে ফিরবেন তখন তাঁদের জামাকাপড় ধুয়ে নিতে হবে। সেগুলি ডেটল জলে জীবাণুমুক্ত করে নিলে ভাল। আর অবশ্যই সাবান দিয়ে স্নান করতে হবে।
•বাড়িতেও কৃষকদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত। যেহেতু বাড়িতে তাঁদের পরিজনরাও থাকেন।
•মাটি, জল, কাদা থেকে যেহেতু করোনাভাইরাস সংক্রমণ হয় না, ফলে কৃষকদের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে অকারণে মাঠে যাওয়ার দরকার নেই। কাজ না থাকলে ঘরেই থাকা উচিত।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)